এবছর হলো কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ ও চিকিত্সা আইন কার্যকরীকরনের পঞ্চম বার্ষিকী । কিছু দিন আগে নিখিল চীন ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে সমগ্র দেশে কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ ও চিকিত্সা আইন প্রচারের কর্মসূচী নেয়া হয়েছে । দুমাস স্থায়ী এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য হলো শ্রমিকদের আত্মরক্ষারচেতনা উন্নত করা এবং নিজের অধিকার ও স্বার্থরক্ষা করা ।
এ বছর এই আইন প্রচার অভিযানের অন্যতম কর্মসূচী হলো বিভিন্ন রেলস্টেশন ও বাসস্টেশনে কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ ও চিকিত্সা সংক্রান্ত তথ্য ও বইপত্র বিতরণ করা হবে । এ ছাড়া কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে । সরকারী বিভাগের কর্মকর্তারা , কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ বিশেষজ্ঞগণ ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা এই সব আলোচনা সভায় অংশ নেবেন ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন সিয়াও হোন বলেছেন ,এ বছর কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ আইন প্রচারের কারণ হলো শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব পালন করা । শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক শ্রমিক , বিশেষ করে শহরে কর্মরত গ্রামীন শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য রক্ষার চেতনা উন্নত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হবে , তাদের আত্মরক্ষা চেতনা উন্নত করা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব উন্নত করার বিষয়গুলো প্রচার করা হবে । তিনি বলেছেন , কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ ও চিকিত্সার প্রধান দায়িত্ব শিল্পপ্রতিষ্ঠানকে বহন করতে হবে । কাজেই শিল্পপ্রতিষ্ঠানকে অবশ্যই শ্রমিকদের কাজের সময়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে । এটা শিল্পপ্রতিষ্ঠানের আইনগত ও সামাজিক দায়িত্ব ।
1 2
|