v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-21 19:03:49    
ইরাকের সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নতুন নীতি সম্পর্কে জাপানের সমর্থন আদায়ে ডিক চেনির জাপান সফর(ছবি)

cri

ডিক চেনির এবারের জাপান সফরের আগে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিউমা ফুমিও ও পররাষ্ট্রমন্ত্রী আসো তারো পৃথক পৃথকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক নীতির সমালোচনা করেছেন। যদিও এরপর প্রধানমন্ত্রী আবে শিনজো বলেছেন, কিউমা ফুমিও'র কথা শুধু তাঁর নিজের মনোভাব, তবুও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে জাপান সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং কিউমা ফুমিওর সংশ্লিষ্ট কথায় অসন্তোষ প্রকাশ করেছে। আসলে, গত ডিসেম্বর কিউমা ফুমিও প্রকাশ্যে বলেছেন, জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধ সমর্থন করে নি। এসব কথায় বুশের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনকি মার্কিন সরকারী কর্মকর্তারা বলেছেন, যদি কিউমা ফুমিও তার বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে তাঁরা দু'দেশের কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের নিয়মিত '২+২ বৈঠক' বাতিল করবেন। চেনির এবারের সফরের সময় কিউমা ফুমিও'র সঙ্গে বৈঠক করবেন না, কিন্তু সরাসরি প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

    চেনির একজন মুখপাত্র গণ মাধ্যমের কাছে বলেছেন, চেনির সফরকালে জাপানের সম্রাট, প্রধানমন্ত্রী ও মুখ্য মন্ত্রীসভা সচিবের সঙ্গে সাক্ষাত্ করবেন, খুই ব্যস্ত হবে। সেজন্য, কিউমা ফুমিও'র সঙ্গে সাক্ষাতের সময় হবে না। সঙ্গে সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো কিউমা ফুমিও'র কথার বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জাপান আশা করে যুক্তরাষ্ট্রের চেষ্টা বাস্তবায়িত হবে। জাপান মার্কিন নীতির সঙ্গে সমঝোতায় বিশ্বাসী ও তা, সমর্থন করে। বিশ্লেষকরা মনে করেন, ডিক চেনির কিউমা ফুমিও'র সঙ্গে সাক্ষাত্ না করায় জাপান-মার্কিন সম্পর্কের ওপর কোন প্রকার নেতিবাচক প্রভাব ফেলবে না।


1 2