v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-13 20:36:00    
আছাং জাতির তলোয়াররাজ সিয়াং লাও সেই

cri

    চীনের ইতিহাস ও সংস্কৃতিতে তলোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আদিম লোকেরা তা ব্যবহার করে পশু শিকার করতো ও চাষাবাদ করতো । পরে বিভিন্ন উপজাতির যুদ্ধে তলোয়ারও অস্ত্রে পরিণত হয় । আজ শান্তির যুগে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না । বরং আধুনিক যুগের এক ধরনের সাজানো জিনিষে পরিণত হয়েছে । কেউ কেউ বিচিত্র তলোয়ার সংগ্রহ পছন্দ করে । সিয়াং লাও সেই চল্লিশ-পঞ্চাশ রকম তলোয়ার তৈরী করেন । এই সব তলোয়ার চাষাবাদ , নিত্য জীবন এবং শিকারের জন্য ব্যবহার্য । তার তৈরী তলোয়ার আশেপাশের হান জাতি , তাই জাতি , চিনফু জাতি , লিসু জাতি , তিব্বতী জাতিসহ বিভিন্ন জাতির সমাদর পেয়েছে । বর্তমানে তার তৈরী তলোয়ার চীনের বিভিন্ন অঞ্চল এবং জাপান , নরওয়েসহ বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে ।

    সিয়াং লাও সেই'র তিন ছেলে আছে । ছেলেরা তার তলোয়ার তৈরীর প্রকৌশল উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে বলে তিনি আশা করেন । ছেলেরা এই ব্যাপারে খুব আগ্রহী । বড় ছেলে একাগ্রচিত্তে তলোয়ার তৈরীর কলাকৌশল শিখছেন । বর্তমানে তিনি তলোয়ার তৈরীর বেশ কিছু নৈপুণ্য আত্মস্থ করেছেন । গ্রামবাসীদের চোখে তাকে গুরু বলে মনে করা হচ্ছে । অল্পবয়সী হিসেবে তিনি রোজ তলোয়ার তৈরী করে থাকেন । তিনি এই একঘেয়েমির কাজ থেকে অফুরন্ত আনন্দ অনুভব করতে পারেন । নিজের এই পেশা ও নৈপুণ্য প্রসঙ্গে তিনি বলেছেন ,

    তলোয়ার তৈরী একটি আনন্দপূর্ণ কাজ । এতে অবশ্যই শক্তি ও নৈপুণ্য লাগে । কিন্তু এটা কৃষি জমিতে চাষাবাদের চেয়ে তত পরিশ্রমী তা নয় । ঘরে বসে কাজ সম্পন্ন করা যায় এবং বাইরে যাওয়া দরকার নেই ।

    সিয়াং ছাং ফু তলোয়াররাজ সিয়াং লাও সেই'র মেজো ছেলে । তিনিও তলোয়ার তৈরীর নৈপুণ্য শেখতে আগ্রহী । বাবার মতো তলোয়ার তৈরীতে একনিষ্ঠ এবং জন্মস্থানের তলোয়ার আরো জনপ্রিয় হবে বলে তিনি আশা করেন ।

    তিনি উত্কৃষ্ট তলোয়ার তৈরীর জন্য আজীবন প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন । জীবনের গৌরবের জন্য তিনি তলোয়ার তৈরী করতে দৃঢ়প্রতিজ্ঞ । তার লক্ষ্য দশ বছরের মধ্যে তলোয়াররাজ হওয়া ।

    ছেলেদের যোগদানে সিয়াং লাও সেই'র তলোয়ার তৈরী কাজ ও ব্যবসা আরো প্রফুল্ল হয়ে উঠেছে । উত্পাদন পরিমাণ ও ব্যবসা সম্প্রসারিত করার জন্য সিয়াং লাও সেই তার বাসার প্রাঙ্গণে একটি নতুন কামারশালা গড়ে তুলেছেন । দশ বারো জন কামার তার কামারশালায় চাকরি করছেন । ব্যবসা করার জন্য তার বাসার প্রাঙ্গণে একটি তলোয়ার দোকান স্থাপন করা হয়েছে । বর্তমানে তিনি আরেকটি তলোয়ারের দোকান স্থাপনের কথাও বিবেচনা করছেন । তিনি সংবাদদাতাকে বলেন , ইউননান প্রদেশে তার তৈরী তলোয়ার ছড়িয়ে যাবে বলে তিনি আশা করেন ।

 


1 2