v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-13 20:36:00    
আছাং জাতির তলোয়াররাজ সিয়াং লাও সেই

cri

    প্রতি দিন ভোর ছ' সাতটায় দক্ষিণ- পশ্চিম চীনের ইউননান প্রদেশে বসবাসকারী আছাং জাতির একটি গ্রাম- হুশা গ্রামের কামারশালা থেকে ডং ডং শব্দ শোনা যায় । দূর থেকে আসা অতিথিদের চোখে এটা একটা প্রাচীন গ্রাম্য সংগীত বলে মনে করা হয় । আজ এই অনুষ্ঠানে তলোয়াররাজ বলে পরিচিত আছাং জাতির বৃদ্ধ সিয়াং লাও সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি …

    হুশা গ্রামে আছাং জাতির কয়েক শো কৃষক পরিবারের লোক থাকেন । এই ছোট গ্রামে প্রায় এক শো পরিবারের লোক তলোয়ার বানাতে পারেন । সিয়াং লাও সে'র বয়স ৪৫ । হাসি খুশিতে তার শ্যামল মুখ ভরা । হুশা গ্রামের কয়েক শো তলোয়ার মিষ্ত্রীর মধ্যে কেন শুধু সিয়াং লাও সেইকে তলোয়াররাজ বলে অভিহিত করা হয়েছে ? তিনি এ সম্পর্কে সংবাদদাতাকে কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছেন । তিনি বলেছেন , এক বছর স্থানীয় সরকারের উদ্যোগে তলোয়ার তৈরীর কলাকৌশল ও উত্কর্ষ নিয়ে যাচাই করার একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে । ফলে সিয়াং লাও সেই'র তৈরী তলোয়ার ডিজাইন সৌন্দর্যময় ও শক্তিশালী বলে প্রথম হয়েছেন ।

    তার তৈরী তলোয়ার খুবই ধারাল । পেরেক , কাঠের খুঁটি ও তোয়ালে তলোয়ারের আঘাতে ভাগ হয়ে যাবে । হুশা গ্রামের সকলেই তার তলোয়ার তৈরীর কলাকৌশল খুব মানেন ।

    ছ' শো বছরেরও বেশি আগে হুশা গ্রামের আছাং জাতি হান জাতির অস্ত্র বানানোর প্রযুক্তি শিখে নেয় । এর ভিত্তিতে তারা স্ববৈশিষ্ট্যসম্পন্ন হুশা তলোয়ার বানাতেন । হুশা তলোয়ার তৈরী করার জন্য দশ বারোটি ব্যবস্থা প্রয়োজন । আছাং জাতির তৈরী হুশা তলোয়ার বৈচিত্র্যময় । গত কয়েক শো বছর ধরে হুশা গ্রামের আছাং জাতি বংশপরম্পরায় তলোয়ার তৈরীর কলাকৌশল উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছে ।

    তলোয়াররাজ সিয়াং লাও সেই ১৪ বছর বয়সে বাবার তলোয়ার তৈরীর নৈপুণ্য উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছেন । তলোয়ার তৈরীর ব্যাপারে তিনি পঞ্চম প্রজন্মের উত্তরাধিকারী । তিনি লেখাপড়া করেন নি , নিরক্ষর । কিন্তু তিনি পরিশ্রমী এবং প্রযুক্তি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকেন । এই সহিষ্ণুতার উত্সাহে তিনি স্বল্প সময়ের মধ্যে তলোয়ার তৈরী বিষয়ক পুরো প্রযুক্তি আত্মস্থ করেছেন । ২৭ বছর বয়সে তিনি আলাদাভাবে একটি কামারশালা গড়ে তুলেন । একাগ্রচিত্তে অনুশীলনের মাধ্যমে তিনি পূর্বপুরুষদের তলোয়ার তৈরীর কৌশল সংস্কার করেছেন । তিনি ঐতিহ্য মানেন , কিন্তু রক্ষণশীল নন । তিনি এক দিকে তলোয়ারের ডিজাইন বাজারের চাহিদার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করতেন , অন্য দিকে তিনি তলোয়ারের উত্কর্ষ বাড়ানোর ব্যাপারে নিরলস প্রচেষ্টা চালাতেন । তার তৈরী তলোয়ার যেমন সুন্দর , তেমনি ধারালো । তিনি খ্যাতনামা হয়েছেন । অধিক থেকে অধিকতর ক্রেতা তার তলোয়ার পছন্দ করেন । বহু বছর ধরে তার তলোয়ার তৈরীর অভিজ্ঞতা প্রসঙ্গে সিয়াং লাও সেই বলেছেন ,

    তিনি তলোয়ার তৈরীতে আত্মনিয়োগ করেছেন এবং সব সময় ক্রেতাদের স্বার্থ বিবেচনা করে থাকেন ।


1 2