এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা চীনের সিনচিয়াংয়ের একটি বিখ্যাত জনপ্রিয় লোক সংগীত । গানটি সাধারণতঃ বিয়ের অনুষ্ঠানে বাজানো হয় । এতে উত্ফুল্লতা প্রকাশ পায় । গানটি উজবেক জাতির একটি লোক সংগীতের ভিত্তিতে রচনা করা হয়েছে ।
চীনে উজবেক জাতি ইসলাম ধর্মাবলম্বী ১০টি সংখ্যালঘু জাতির অন্যতম । এই জাতির অধিবাসীরা প্রধানতঃ দক্ষিণ সিনচিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন । সংবাদদাতা দক্ষিণ সিনচিয়াংয়ের কাশ্ অঞ্চলের শাচু জেলার আবদু আলাহ মাজেদের বাসায় সাক্ষাত্কার নিয়েছেন । আজ এই অনুষ্ঠানে উজবেক জাতির তিন প্রজন্মের বিয়ের অনুষ্ঠান ও উজবেক জাতির লোকদের জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…
যে দিন সংবাদদাতা তার বাসায় আসলেন , সে দিন তার কনিষ্ঠ কন্যা মিরেয়ীর বিয়ের দিন । স্থানীয় রীতি-নীতি অনুযায়ী , বিয়ের অনুষ্ঠান বধূ পক্ষের বাসায় আয়োজন করা উচিত । আবদু আলাহ মাজেদ আর তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন বিয়ের বন্দোবস্তের কাজে ব্যস্ত আছেন ।
সংবাদদাতা দেখলেন বধূ একটি শাদা লম্বা স্ক্যার্ট পরলেন । মাথায় সূচীকর্মে সাজানো ঝকঝকে একটি রেশমী কাপড় বাঁধা । সে দাদীর কাছে হেলে বসল এবং মন দিয়ে তাঁর পরামর্শ শুনলো । কনে কিন্ডারগার্টেনের একজন শিক্ষিকা । বর একজন কম্পিউটার প্রকৌশলী । দু'জনে দু' বছরেরও বেশি সময় প্রেম করে বিয়ে করেছেন । প্রাঙ্গণের কার্পেটে গৃহকর্তা ও পুরুষরা দলবদ্ধভাবে বসে গান গাইছেন এবং কথাবার্তা বলছেন ।
বরের মাথায় উজবেক জাতির বৈশিষ্ট্যসম্পন্ন একটি ফুল খচিত টুপি । তিনি সাদা রঙ ও সূচীকর্মে সাজানো পোষাক পরেছেন । সুখ ও হাসি খুশিতে তার মুখ ভরা । সংবাদদাতার প্রশ্নের উত্তরে তিনি গৌরবের সঙ্গে বলেছেন ,
এখন উজবেক জাতির অধিবাসীরা স্বচ্ছল হয়েছেন । তিনি বউয়ের জন্য সোনার আংটি ও কানে দুলসহ নানা রকম অলংকার কিনেছেন । বর পক্ষ কনে এবং তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে বরের বাসায় নিয়ে আসার জন্য মোট ৭টি গাড়ির ব্যবস্থা করেছে । এবারের বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য বর পক্ষের ২০ হাজার ইউয়ানেরও বেশি খরচ করা হচ্ছে ।
1 2 3
|