(ছেন উ স্যুন)
এই সব নতুন ব্যবস্থা প্রসঙ্গে তাইওয়ানের বিশেষজ্ঞ ছেন উ স্যুন এই মত প্রকাশ করেছেন যে , এই সব ব্যবস্থা দুই তীরের কৃষি সহযোগিতার জন্য আরো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে ।
মূলভূভাগে পুঁজিবিনিয়োগের জন্য তাইওয়ানের ব্যবসায়ীদের এই সব প্রকল্প আরো বেশি সুযোগ সুবিধা যুগিয়েছে । দুই তীরের প্রাধাণ্যের পারস্পরিক পরিপূরকতা , ভূমি , পুঁজি , শ্রম শক্তি , প্রযুক্তি ও ব্যবস্থাপনাসহ নানা রকম অনুকূল পরিবেশের আকর্ষণে নতুন নতুন প্রকল্প চালু করা হবে ।
জানা গেছে , দুই তীরের কৃষি সহযোগিতা বিষয়ক পরীক্ষা এলাকা ও তাইওয়ানের কৃষকদের খামার স্থাপন করা দুই তীরের কৃষি সহযোগিতা অন্বেষণ করার দীর্ঘ মেয়াদী ও কার্যকর পথ । ১৯৯৭ সাল থেকে মূলভূভাগ পর পর ফুচিয়ান , হাইনান , শাংতুংসহ বিভিন্ন অঞ্চলে দুই তীরের কৃষি সহযোগিতা পরীক্ষা এলাকা গড়ে তুলেছে । গত বছরের শেষ নাগাদ পরীক্ষা এলাকায় তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত কৃষিজাত দ্রব্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮ শোরও বেশি হয়েছে । চুক্তি অনুযায়ী মোট ২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তাইওয়ানের পুঁজি ব্যবহার করা হয়েছে । এতে তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান পর্যাপ্ত মুনাফা লাভ করেছে । ২০০৬ সালের এপ্রিল মাসে মূলভূভাগের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনে ফুচিয়ান প্রদেশের চাংফু ও শাংতুং প্রদেশের ছিসিয়া অঞ্চলে তাইওয়ানের কৃষকদের খামার গড়ে তোলা হয়েছে । পুঁজিবিনিয়োগে উত্সাহ দেযার জন্য তাইওয়ানের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়ার লক্ষে বেশ কিছু নীতি প্রণয়ন করা হয়েছে ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় তাইওয়ান কার্যালয়ের মহাপরিচালক ছেন ইউন লিন এবারের ফোরামে বলেছেন , দুই তীরের কৃষি সহযোগিতা বিষয়ক পরীক্ষা এলাকা আর তাইওয়ানের কৃষকদের খামার আরো বেশি নির্মান করার জন্য মূলভূভাগ তাইওয়ানের কৃষক ও ব্যবসায়ীদের জন্য উত্পাদন ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ যোগাবে ।
1 2 3 4
|