তাইওয়ান প্রণালীর দুই তীরের কৃষি সহযোগিতা শুরু হয় গত শতাব্দির আশির দশকে । প্রথমে শুধু অল্পসংখ্যক ব্যক্তিদের মধ্যে বিনিময় হয় । বর্তমানে দুই তীরের কৃষিজাত দ্রব্যের বার্ষিক বাণিজ্যিক মূল্য ৯০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে । কিছু দিন আগে হাইনান প্রদেশের বো আও'তে দুই তীরের কৃষি সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত এটাই ছিল দুই তীরের বৃহত্তম কৃষি বিনিময় । ফোরাম চলাকালে মূলভূভাগ দুই তীরের কৃষি সহযোগিতা জোরদার বিষয়ক নীতি ও ব্যবস্থা প্রণয়ন করেছে । এটা দুই তীরের কৃষি সহযোগিতাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ যোগাবে ।
প্রণালীর দুই তীর খুব কাছাকাছি । কৃষি ক্ষেত্রেও তাদের ব্যাপক মিল ও পরিপূরকতা রয়েছে । মূলভূভাগ কৃষি সম্পদে খুবই সমৃদ্ধ । তার বাজার বড় বলে উত্পাদনের খরচও অপেক্ষাকৃত কম । । চাষাবাদ , কৃষি ব্যবস্থাপনা ও চমত্কার বীজ লালন পালনের ব্যাপারে তাইওয়ানের প্রাধাণ্য রয়েছে ।
গত কয়েক বছরে মূলভূভাগ সক্রিয়ভাবে দুই তীরের কৃষি সহযোগিতাকে ত্বরান্বিত করেছে এবং তাইওয়ানের কৃষিজাত দ্রব্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে বহু সুযোগ সুবিধা দিয়েছে । সুতরাং দ্রুত বিকাশ লাভ করার জন্য তাইওয়ানের অধিক থেকে অধিকতর কৃষিজাত দ্রব্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান মূলভূভাগে চীন এসেছে । এ পর্যন্ত তারা ব্যবসা চাষাবাদ , পশু ও মত্স চাষ , খাদ্য দ্রব্য ও কোমল পানীয় প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছে । তাদের পুঁজিবিনিয়োগ মূলভূভাগের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে ।
চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন কৃষি ক্ষেত্রে দুই তীরের সহযোগিতার ভবিষ্যত্-সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন , মূলভূভাগ সহযোগিতাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে ।
1 2 3 4
|