v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-16 13:29:23    
হংকং ও তাইওয়ানের গান

cri

(সংগীত-৩)

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'আমি তোমাকে আরো বুঝতে চাই'। তার সঙ্গে সহযোগিতা করেছেন তাইওয়ানের বিখ্যাত শিল্পী সু রুই। গানের কথা হলঃ প্রত্যেকবারই আমি তোমাকে আরো বুঝতে চাই। কারণ এখোনো আমাদের ব্যবধান অনেক বেশী। যদি ভুল ভাষা ও ভুল অভিব্যক্তি হয়? তাহলে? আসলে আমি তোমাকে আরো বুঝতে চাই। শুধু তোমাকে পাওয়ার জন্য নয়, ভয় হয়, তুমি এমন একজন যে তোমাকে ভালোবাসলে তা তুমি হয়তো ভুলে যাবে। আমার সত্যিকার হৃদয়ের কথা শোন, তুমি দেখেছো দিনে দিনে আমি বড় হয়েছি। তুমি কি আমার মনের দ্বন্দ্বের কথা উপলদ্ধি করতে পারো? কেনযে এখন তুমি আমাকে দেখতে অনিচ্ছুক। আমার সাহস নেই তোমার পাশে থাকি, শুধু ঠাণ্ডা মেঝে দেখি। আমি পালিয়ে যেতে চাই। আমি সত্যিকারভাবে আমাকে বোঝার একজন মানুষ চাই। আমি তোমাকেও বুঝতে চাই।

    গত শতাব্দীর ৯০ দশকে, তাইওয়ানের গায়িকা স্যু রুইয়ুন খুব বিখ্যাত ছিলেন। তার কন্ঠ শুনতে খুব হাল্কা ও কমনীয়। ১৯৯৬ সালে তিনি তৃতীয় এলবাম 'যদি মেঘ জানে' প্রকাশ করেছেন। এতে তার কন্ঠের কাজকে পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন। 'যদি মেঘ জানে' এই গান দিয়ে তিনি 'এশিয়ার শ্রেষ্ঠ কন্ঠ' শিল্পীর পুরস্কার পেয়েছেন।

(সংগীত-৪)

    এখন আপনারা যে গান শুনছেন, তা সু রুইয়ুনের প্রতিনিধিত্বকারী গান 'যদি মেঘ জানে'। গানের কথা হলঃ আমি তোমার কথা ভাবছি। কিন্তু তা কোথায় হঠাত হারিয়ে গেল। খুব বেশী স্মৃতি আমাকে জ্বালাতন করে। আমার নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে চায়। যদি কোন দিন তোমাকে খুঁজে পাই, ভালোবাসার ভুল অনুভুতিগুলো বুঝিয়ে বলবো না। তবে আমি শুধু তোমার একটু মিষ্টি আলিঙ্গন চাই।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য হংকং ও তাইওয়ানের গায়ক গায়িকাদের কয়েকটি গান শোনালাম এবং তাদের জীবন ও গানের ওপর কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, আমাদের সঙ্গে থেকে শোনার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার কথা হবে।


1 2