v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-16 13:29:23    
হংকং ও তাইওয়ানের গান

cri

 

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি……, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ আন্তরিক শুভেচ্ছা।

    তাইওয়ানের ৫জন সুদর্শন ছেলে '১৮৩ ক্লাব' নামে একটি সংগীত দল প্রতিষ্ঠা করেছে। ২০০৫ সালের পর, দলটি পর পর তিনটি এলবাম প্রকাশ করেছে। সম্প্রতি তারা '১৮৩ ক্লাব' নামে আরো একটি এলবাম প্রকাশ করেছে। এই এলবামে বিভিন্ন স্টাইলের গানের মধ্যে রয়েছেঃ রোমান্টিক, R&B, আবেগপূর্ণ লোক সঙ্গীত, নৃত্য সঙ্গীত এবং ভারতীয় স্টাইলের HIP-HOP ইত্যাদি। আসুন, এখন তাহলে শোনা যাক এলবামের প্রধান গান 'একটি ছাতা'।

(সংগীত-১)

    'একটি ছাতা' হচ্ছে একটি R&B স্টাইলের প্রেমের গান। গানের কথা হলঃ বর্ষার দিনে, রাস্তার উল্টোদিকে দাঁড়িয়ে আছি। ঠিক কারো জন্যে অপেক্ষা করার মতো। কিন্তু সেই ব্যক্তিকে দেখা যায় না। অনেক ক্ষণ পর না হয় একটি ছাতা খুলে ধরি। কেন আমি, কেন তুমি নও? তোমায় দুঃখ আমি চাই না। তোমার চোখের জল আমি মুছে ফেলবো। তোমাকে সুখের ঠিকানায় নিয়ে যাবো।

    গত বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার শিল্পী লিয়াং চিংরু 'সিল্ক পথ' নামে একটি এলবাম প্রকাশ করেছেন। এলবামের নামেই গান 'সিল্ক পথ'-এর সুর শ্রুতিমধুর, কথা ভাবগম্ভীর। গানের কথা হলঃ কে আমাকে সিল্ক পথে নিয়ে এসেছে। জানিনা তোমার দেখা পাবো কি না? আমার চোখের পানিতে থিয়ানশান পাহাড়ে হ্রদের সৃষ্টি হয়েছে। তোমার ক্লান্তির সময় এখানে বিশ্রাম নিতে পারবে। বাঁশির কন্ঠ যেন তোমার জন্য হাসা বা কান্নার বিষয়। তোমার সঙ্গে এক দিন আমিও অবিস্মরণীয় ভ্রমণ করেছিলাম। তোমার সেই হাসি আমাকে অনেক দিয়েছে। আজ নাহয় একলাই থাকলাম। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এক সঙ্গে এই গানটি শুনবো।

(সংগীত-২)

    চলতি বছরের জুন মাসে তাইওয়ানের শিল্পী পান ওয়েইবো নতুন একটি এলবাম প্রকাশ করেছেন। এক বছরের গানের সংগ্রহ থেকে সংগীত বেছে নিয়েছেন। তিনি নিজেই এলবাম তৈরীর শেষ পর্যন্ত সব কিছুর তত্ত্বাবধান করেছেন।


1 2