v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-15 10:47:43    
'এক সূত্রে গাঁঠা' নামক অলিম্পিক জ্ঞান প্রশিক্ষণ পরিকল্পনা চীনে শুরু

cri

     বর্তমানে পেইচিংয়ের ২শোরও বেশি প্রাথমিক ও হাই স্কুল এবারের পরিকল্পনায় অংশ নেয়ার আবেদন করেছে। এবারের অভিযানের বিস্তারিত বিষয় হবে, অংশগ্রহণকারী স্কুলগুলো বিভিন্ন দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটি ও প্রতিবন্দী অলিম্পিক কমিটির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে এবং সম্পর্ক প্রতিষ্ঠিত দেশ ও অঞ্চলের একটি স্কুলের সঙ্গে মৈত্রী স্কুলের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। পরিকল্পনা অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র উদ্বোধনী অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী স্কুলের ছাত্রছাত্রীরা তার মৈত্রী স্কুলের দেশ ও অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভৌগোলিক, ঐতিহ্যিকসহ বিভিন্ন জ্ঞান শিক্ষবে। তারা মৈত্রী স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। পেইচিং অলিম্পিক গেমসের সময়ে তারা অলিম্পিক গেমস গ্রামের অতিথি স্বাগতিত অনুষ্ঠানে অংশ নেবে, প্রতিযোগিতায় তাদের মৈত্রী স্কুলের দেশগুলোকে সমর্থন করবে, খেলোয়াড়দেরকে নিজস্ব স্কুলে পরিদর্শনের আমন্ত্রণ করবে ও প্রীতি সম্মেলনী অনুষ্ঠান করবে।

    এবারের পরিকল্পনার লক্ষ্য হল পেইচিংয়ের যুবক ও শিশুরা অলিম্পিক পরিবারের অন্যান্য সদস্য দেশের যুবক ও শিশুদের সঙ্গে যোগাযোগ ত্বরান্বিত করা এবং মিলিতভাবে 'এক বিশ্ব, এক সপ্নের'শ্লোগান ও 'ঐক্য, মৈত্রী ও শান্তির' লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করা। এবারের অভিযান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমর্থন করা হয়েছে।

    মৈত্রী দেশের প্রতিনিধি হিসেবে, চীনে ব্রিটেনের সাংস্কৃতি কাউন্সিলার মিছায়েল ও'সুল্লিভান মনে করেন, এবারের অভিযান পেইচিং ও সারা বিশ্বের যুবক ও শিশুদেরকে অলিম্পিক গেমসে অংশ নেয়ার সঙ্গে অনুকূল। অংশগ্রহণকারী স্কুলের ছাত্রছাত্রীরা পেইচিং অলিম্পিক গেমসের সময়ে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধি দলকে স্বাগত জানানো ও অলিম্পিক গেমস গ্রামে প্রতিনিধি দলের জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান এ দু'টি কাজে বাস্তব ভূমিকা পালন করবে। তিনি বলেছেন, 'সম্প্রতি ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী বাই চিয়াচুয়াং প্রাথমিক স্কুলে পরিদর্শন করেছেন। এ প্রাথমিক স্কুল ব্রিটেনের মৈত্রী স্কুল নির্ধারিত হয়েছে। পরিদর্শনের পর, আমরা বিশ্বস করি, ব্রিটিশ ক্রীড়া প্রতিনিধি দল ২০০৮ সালে ভাল স্বাগত জানানো হবে। আমি এ পরিকল্পনা শুরুর উপলক্ষে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ও পেইচিংয়ের শিক্ষা কমিটিকে এ বৈশিষ্ট্য পরিকল্পনার জন্য ধন্যবাদ জানাই। পেইচিং অলিম্পি গেমসের একটি সংশ্লিষ্ট অভিযান হিসেবে, আমি বিশ্বাস করি, এসব অভিযানের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস পেইচিং ও সারা বিশ্বের জনগণের মনে ভূলে যাবে না।'

   

1 2 3