 এখন থেকে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র শুরু পর্যন্ত ৬শো দিনের উপলক্ষে 'এক সূত্রে গাঁঠা' নামক একটি অলিম্পিক জ্ঞান প্রশিক্ষণ পরিকল্পনা ১৭ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে।
চীনের শিক্ষা মন্ত্রী ছেন সিয়াওইয়া 'এক সূত্রে গাঁঠা' নামক পরিকল্পনা বর্ণনা করেছে যে, 'পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ আয়োজনের উপলক্ষে, চীনা যুবক ও শিশুরা সারা বিশ্বের যুবক ও শিশুদের সঙ্গে মিলিতভাবে ঐক্য, মৈত্রী ও শান্তির অলিম্পিক লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনের শিক্ষ মন্ত্রণালয় ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী এবং গত কয়েক অলিম্পিক গেমস ও শীতকালীন অলিম্পিক গেমসের অভিজ্ঞতা শিক্ষার মাধ্যমে যৌথভাবে এবারের চীনা বৈশিষ্ট্য অলিম্পিক জ্ঞান প্রশিক্ষণ পরিকল্পনা ষড়যন্ত্র করেছে।'
তিনি বলেছেন, পেইচিংয়ের যুবক ও শিশুরা এ পরিকল্পনাকে একটি চীনা বৈশিষ্ট্য নাম দিয়েছে যে, 'এক সূত্রে গাঁঠা'। এ নামের অর্থ্য হল অলিম্পিক পতাকার নিচে বিশ্বের বিভিন্ন্ দেশ ও অঞ্চলের যুবক ও শিশু হাতে হাত মিলিয়ে, হৃদয় হৃদয়ের সঙ্গে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ও মিলিতভাবে সম্প্রীতিময় বিশ্ব প্রতিষ্ঠা করে।
1 2 3
|