
সাম্প্রতিক বছরগুলোর নাজারবায়েভের নেতৃত্বে কাজাখস্তানের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ২০০৪ সালে কাজাখস্তানের মাহাপিছু জিডিপি দশ বছর আগের ৭শো থেকে ৩হাজার মার্কিন ডলার হয়েছে। জনগণের জীবন যাত্রা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। গত দশ বছরে কাজাখস্তানের নাগরিকদের আয়ও চার গুণ বেড়েছে। নাগরিকদের মাহাপিছু জমা আগের চেয়ে ৩৬গুণ বেড়েছে। বিদেশ সম্বন্ধে কাজাখস্তান বরাবই ইতিবাচক, ভারসাম্যের নীতিতে অবিচল। কাজাখস্তান বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে প্রথমে রাশিয়া, চীন, যু্ক্তরাষ্ট্র ও ই ইউ'র সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন করে।
নাজারবায়েভের লেখা প্রচুর প্রবন্ধ আছে। তিনি আলপাইন স্কিং(alpine skiing) পছন্দ করেন।
নাজারবায়েভের তিন ছেলে মেয়ে ।
1 2 3 4
|