১০. ২০০৬ সালের ১৭ ডিসেম্বর 'এক সূত্রে গাঁথা' নামক একটি অলিম্পিক জ্ঞান প্রশিক্ষণ পরিকল্পনা ১৭ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। এবারের তত্পরতার লক্ষ্য হল পেইচিংয়ের প্রাথমিক ও হাই স্কুলের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অন্যান্য বিভিন্ন সদস্য দেশের যুবকের মধ্যে বিনিময় ত্বরান্বিত করা। বর্তমানে পেইচিংয়ের দুই শোরও বেশি প্রাথমিক ও হাই স্কুলের ছাত্রছাত্রী এবারের তত্পরতায় যোগ দিয়েছে। এবারের অভিযানের বিস্তারিত বিষয় হবে, অংশগ্রহণকারী স্কুলগুলো বিভিন্ন দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটি ও প্রতিবন্দী অলিম্পিক কমিটির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে এবং সম্পর্ক প্রতিষ্ঠিত দেশ ও অঞ্চলের একটি স্কুলের সঙ্গে মৈত্রী স্কুলের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। পরিকল্পনা অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র উদ্বোধনী অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী স্কুলের ছাত্রছাত্রীরা তার মৈত্রী স্কুলের দেশ ও অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভৌগোলিক, ঐতিহ্যিকসহ বিভিন্ন জ্ঞান শিক্ষবে। তারা মৈত্রী স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। পেইচিং অলিম্পিক গেমসের সময়ে তারা অলিম্পিক গেমস গ্রামের অতিথিদের স্বাগতিক অনুষ্ঠানে অংশ নেবে, প্রতিযোগিতায় তাদের মৈত্রী স্কুলের দেশগুলোকে সমর্থন করবে, খেলোয়াড়দেরকে নিজস্ব স্কুলে পরিদর্শনের আমন্ত্রণ করবে ও প্রীতি সম্মেলনী অনুষ্ঠান করবে। 1 2 3 4
|