
৬. ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর পেইচিং প্রতিবন্ধী গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেরও ঠিক দুই বছর বাকী। এদিন রাতে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি পেইচিং বাদালিং মহাপ্রাচীরে পেইচিং প্রতিবন্ধী গেমসের ম্যাস্কট উদ্বোধন করেছে। পেইচিং প্রতিবন্ধী গেমসের ম্যাস্কট 'ফুনিউ লেলে' প্রথমে সারা বিশ্বে পরিদর্শন করা হয়েছে।

৭. ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়ামে 'পাখির বাসা' নামক জাতীয় স্টেডিয়ামের ইস্পাতের তৈরী কাঠামোর কাজ শেষ হয়েছে। এতে প্রতীয়মান হচ্ছে যে, জাতীয় স্টেডিয়ামের নির্মাণ নতুন পর্যায়ে উঠেছে।
৮. ২০০৬ সালের ২৬ অক্টোবর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেইচিংয়ে ঘোষণা করেছে যে, সার্বিক আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যকর কমিটি পেইচিং অলিম্পিক গেমসের প্রতিযোগিতার পরিকল্পনাকে গ্রহণ করেছে। এতে প্রতীয়মান হচ্ছে যে, পেইচিং অলিম্পিক গেমসের প্রতিযোগিতা পরিকল্পনার শেষ নির্ধাররিত হয়েছে।
৯. ২০০৬ সালের ২৯ নভেম্বর পেইচিং অলিম্পিক গেমস কমিটি পেইচিং অলিম্পিক গেমসের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম চীনা নাগরিকদের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ, আগের অলিম্পিক গেমসের টিকিট দামের চেয়ে কম হবে। একশো ইউয়ান ও আরো কম দামের টিকিট থাকবে সব টিকিটের ৫৮% হবে। পেইচিং অলিম্পিক গেমসের টিকিট ২০০৭ সালের প্রথম দিকে চীনে বিক্রী শুরু হবে।
1 2 3 4
|