(সংগীত-২)
হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আপনারা লিউ রুও ইং'য়ের 'পৃথক পৃথকভাবে ভ্রমণ করা' শীর্ষক গানটি শুনলেন।
(সংগীত-৩)

এখন আপনারা যে গান শুনছেন, তা লিউ রুও ইং'য়ের গাওয়া 'তুমিও এখানে আছো'। গানের কথা হলঃ সেই লোক, যদিও শুধু স্বপ্নে আবিষ্ট থাকে? তবে কেন সব শক্তি ব্যবহার করেও, শুধু আধা জীবনের স্মৃতি টাকেই ধরে রেখেছে নিজের ভূবন জুভে?
লিউ রুও ইং এই এলবামে নিজেই দুটো গানের কথা লিখেছেন। এর মধ্যে একটি 'আমার সামনে এখন সুখ' । গানের কথা হলঃ সুখ, যেন ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে এসেছে। আগে ভালোবাসায় সন্দেহ হতো। কিন্তু, তুমি এখানে আছো, হঠাত্ আবিষ্কার করলাম যে আত্মার আর আশংকার প্রয়োজন নেই। অন্য কিছু ভাবতেও চাই না, ভবিষ্যতের পরোয়া করি না । আমার সামনে এখন সুখ। শুধু সুখ আর সুখ। আচ্ছা, বন্ধুরা, এখন এই সুখরে মধ্য দিয়ে সুখের জগতে না হয় কিছুটা সময় হারিয়ে যান।
(সংগীত-৪)

কি বন্ধুরা, চীনের গান আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। তাই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেও আসুন আমরা সবাই মিলে এক সঙ্গে রঙ বেরং-এর ডানা মেলে উড়ে চলা 'প্রজাপতি' এই গানটি শুনবো। গানের কথা হলঃ মানুষ, কেন অতি সহভোট জীবন বিলিয়ে দিতে পারে? কেন প্র্রথমবার দেখার সময়ই ভালোবেসে ফেলে? যদি এই জীবনটা সেকেন্ডেই শেষ হয়ে যায়। তাহলে তোমাকে প্রতিশ্রুতি দিয়ে কি লাভ। তবুও তোমার প্রাতট আমার সমর্পনের প্রিতশ্রুতি হোক অনপ্ত কানের।
(সংগীত-৫)
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, মোহনীয় সুয়ের রেশ ফূরানোর আগেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করার কথা জানিয়ে দিলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে।

1 2
|