v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-09 19:38:47    
লিউ রুও ইং'র এলবাম 'আমার ব্যর্থতা ও মহত্ত্ব'

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি……, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের শিল্পী লিউ রুও ইং সম্পর্কে কিছু কথা বলবো এবং তাঁর অ্যালবাম থেকে কয়েকটি গান শোনাবো।

(সংগীত-১)

    আপনারা এখন যে গান শুনতে পাচ্ছেন, তার নাম 'আমার ব্যর্থতা ও সার্থকতা'। লিউ রুও ইং এই গানটি নিজেই খুব পছন্দ করেন। গানটিতে দ্রুত লয়ের সুরে একজন মহিলার আশা আকাংক্ষার কথা প্রকাশতি হয়েছেঃ কেন, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বুঝাতে পারাবোনা যে, হয়তোবা অবশেষে তোমাকে পাবোনা। তোমাকে ধন্যবাদ জানাই। কারণ আমি বুঝতে পেরেছি, ভালোবাসা যদিও মহান তবে আমি জানিনা আমার ভালোবাসা তোমাকে জয় করতে পারবে কিনা। তাই পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার ভালোবাসার আন্দন্দের জয় হোক।

    এতক্ষণ আপনারা লিউ রুও ইং-এর গান 'আমার ব্যর্থতা ও সার্থকতা' শুনলেন। লিউ রুও ইং হচ্ছেন তাইওয়ানের ছায়াছবি, টেলিভিশন ও সংগীত ক্ষেত্রের বিখ্যাত শিল্পী। ১৯৯৫ সালে, তিনি সংগীতের পাশা পাশি ছায়াছবি 'মেয়ে সিয়াও ইয়ু'-তে একজন সোজা ও সরল মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। ফলে তিনি এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলে বলচ্চিত্র ক্ষেত্রের একজন জনপ্রিয় শিল্পীতে পরিনত হয়েছেন।

    প্রথম জীবনে লিউ রুও ইং কন্ঠ শিল্পী হিসেবে সংগীত ক্ষেত্রে প্রবেশ করেন। ১০ বছরের মধ্যে তিনি প্রায় ১০টি এলবাম প্রকাশ করেছেন। তিনি তার নিজস্ব স্টাইলের মাধ্যমে শহরে মেয়েদের বিশেষ অনুভুতিকে তুলে ধরেছেন কন্ঠের সুষ্মা দিয়ে। অনুরাগীরা তাঁকে খুবই পছন্দ করে।

    এখন লিউ রুও ইংয়ের কন্ঠে শুনুন 'পৃথক পৃথকভাবে ভ্রমণ করা' শীর্ষক একটি গান। ক্যানাডার গায়ক David Usher'-এর 'Black Black Hart' এর সংশোধিত সংস্করণ হচ্ছে এই গানটি। গানটিতে দু'জন প্রেমিক-প্রেমিকার ভ্রমণের লক্ষ্যস্থান ভিন্ন ভিন্ন দিকে। সবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে, তারা পৃথক পৃথকভাবে ভ্রমণ করা নিজেদের প্রিয় জায়গার গল্পের বর্ণনা করছে। তা ছাড়া, সমকালীন তরুণ-তরুণীদের ভালোবাসার ধারণা অথবা দু'জনের সুখের সময় অন্বেষণ করার পাশা পাশি, পরস্পরের অবাধ ও স্বতন্ত্র অবকাশকে কি করে সম্মান জানানো হয় তার বর্ণনা করা হয়েছে। গানের সুখ ও প্রথম অন্তরায়, লিউ রুও ইং তার আগেকার স্টাইলের পরিবর্তন করেছেন সাবলীলভাবে এবং বিশেষ যত্ন সহকারে।


1 2