
খবরে প্রকাশ , ২০০৬ সালে চীনে প্রায় ১০ লাখ জনসাধারণ গণ শরীর চর্চা অভিযানে অংশ নিয়েছে । ফলে এই অভিযানে ইতোমধ্যেই সুফল অর্জিত হয়েছে । সুতরাং ২০০৭ সালে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরো এই অভিযান আরো সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ।
এই কর্মসূচী চালু করার জন্য চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরো বিশেষ করে গণ শরীর চর্চা অভিযানে সমাজের বিভিন্ন পর্যায় ও নানা বয়সের জনসাধারণের অংশ নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে । চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরোর উপ-মহাপরিচালক ফেং চিয়ান চুং বলেছেন ,
শরীর চর্চার ব্যাপারে বয়স্ক ও অল্পবয়সীদের নিজ নিজ উপযোগী ক্রীড়া বিভাগ ও পদ্ধতি বাছাই করা উচিত । দক্ষিণ চীন ও উত্তর চীনের অবস্থাও ভিন্ন । সুতরাং ক্রীড়া অনুশীলনের ক্ষেত্রে ভিন্ন জায়গায় ভিন্ন পদ্ধতিও অবলম্বন করা উচিত । তিনি বলেছেন , গণ শরীর চর্চা অভিযানের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার জন্য চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরো পরবর্তী দু' বছরে জাতীয় ক্রীড়া লটারী থেকে বেশ কিছু আয় ব্যবহার করে চীনের গ্রামাঞ্চলে গণ ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলবে । গণ শরীর চর্চার ফলপ্রসূতা যাচাই করার ব্যাপারে ফেং চিয়ান চুং বলেছেন , এই ক্ষেত্রে যাচাই করার যোগ্যতা চীনের জনসাধারণের আছে । চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলনের এই প্রচেষ্টা ক্রীড়ার দিক থেকে চীনের জনসাধারণের জন্য আনন্দ ও উপকার বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি বলেছেন ,
যত বেশি লোক গণ শরীর চর্চা অভিযানে অংশ নেবে , অভিযানের তত বেশি সাফল্য অর্জিত হবে । জনসাধারণ এই অভিযানের মাধ্যমে ক্রীড়া অনুশীলনের আনন্দ পাবে এবং এই অনুশীলনের মধ্য দিয়ে তাদের দৈহিক উত্কর্ষতা বৃদ্ধি পাবে । গণ শরীর চর্চা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরোর কর্মসূচী চীনের ব্যাপক জনসাধারণের সমর্থন পেয়েছে । 1 2 3
|