 ২০০৮ সালে চীনের রাজধানী পেইচিংয়ে ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি চলাকালে ক্রীড়া অনুশীলন ও অলিম্পিক গেমসের ব্যাপারে চীনের ব্যাপক জনসাধারণের কৌতূহল উদ্বুদ্ধ করা এবং দেশজুড়ে অলিম্পিক গেমসের উজ্জ্বল পরিবেশ গড়ে তোলার জন্য চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরো সম্প্রতি ঘোষণা করেছে যে , অলিম্পিক গেমসের প্রস্তুতি নেয়ার জন্য ২০০৭ সালে চীনে দেশজুড়ে গণ শরীর চর্চা অভিযান আরো সম্প্রসারিত করার একটি কর্মসূচী নেয়া হবে ।
২০০৬ সালে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরোর উদ্যোগে গণ শরীর চর্চা অভিযান শুরু হয় । এই কর্মসূচী অনুযায়ী , চীনে শরীর চর্চায় অংশ নেযার জন্য জনসাধারণকে উত্সাহ দেয়া হবে এবং গণ শরীর চর্চা অভিযান চালানোর পাশাপাশি চীনের জনসাধারণের মধ্যে ক্রীড়া অনুশীলন ও অলিম্পিক বিষয়ক জ্ঞান জনপ্রিয় করে তোলা হবে । এই অভিযানের তাত্পর্য প্রসঙ্গে চীনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিউ ফেং বলেছেন ,
1 2 3
|