v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-03 18:30:32    
পারমাণবিক সমস্যায় ইরান কেন বার বার শক্ত মনোভাব দেখায়(ছবি)

cri
 

    দ্বিতীয়তঃ শক্তি দেখানো হচ্ছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির মৌলিক অবস্থা নিয়ে বিবেচনার পর ইরানের প্রতিক্রিয়া। নিরাপত্তা পরিষদে ১৭৩৭ নং সিদ্ধান্ত অনুমোদনের পর আন্তর্জাতিক জনমতের প্রতিক্রিয়া সাদামাঠা। এর কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, এই সিদ্ধান্তের ফলপ্রসূতা নেই। ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে কোন বাস্তব প্রভাব ফেলবে না। শাস্তিমূলক ব্যবস্থাগুলো ইরানকে গুরুতর ক্ষতিগ্রস্ত করবে না। এখন ইরানের পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক দক্ষতা উভয়েই নির্দিষ্ট মানে পৌঁছেছে। সম্প্রতি ইরান ৩০০০টি সেন্ট্রিফিউগ্যাল মেশিন চালু করার ঘোষণা করার পর তার ইউরেনিয়ামের ঘনিভূতকরণ কর্মসূচীও অবিলম্বে বিরাটাকারের উন্নয়ন পর্যায়ে প্রবেশ করবে। এমন সন্ধিক্ষণে ইরান কোন মতেই সহজে তার পারমাণবিক পরিকল্পনা ত্যাগ করবে না। ইরান দেখেছে যে, এখন যুক্তরাষ্ট্র ইরাকের জটিল অবস্থায় গভীরভাবে জড়িয়ে পড়েছে বলে ইরানের ওপর আক্রমণ করার সম্ভাবনা খুব কম। তাছাড়া, ইরানের পারমাণবিক সমস্যায় বৃটেন, ফ্রান্স, জার্মানী, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই ছয়টি দেশ নিজ নিজ স্বার্থ বিবেচনা করে ভিন্ন অবস্থান অবলম্বন করে। সুতরাং ইরানের এ বিষয়টি নিয়ে আলোচনা করার আরো সুযোগ আছে।

 তৃতীয়তঃ ইরান তার পারমাণবিক পরিকল্পনাকে দেশের কেন্দ্রীয় স্বার্থ হিসেবে মনে করে। এর বাস্তবায়ন নিশ্চয়তাবিধানের জন্য "পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি" থেকে সরে যাবার ব্যাপারেও ইরানের সাহস কম নয়। "পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি" হচ্ছে বিশ্বের পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু এই চুক্তির একটি মারাত্মক ত্রূটি আছে, অর্থাত্ চুক্তিতে স্বাক্ষরকারী সদস্য সরে যাওয়ার পর তার ওপর আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কিত কোন তথ্যই লিপিবদ্ধ হয় নি।

 অবশেষে, ইরানের শক্তি দেখানোর মধ্যে আরো অন্তর্ভুক্ত রয়েছে যে আহমাদিনেজাদ সরকারের জনসাধারণের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা। কিছু দিন আগে স্থানীয় সংসদ নির্বাচনে আহমাদিনেজাদপন্থীরা ব্যর্থ হয়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, অভ্যন্তরীণ ব্যাপারে আহমাদিনেজাদ সরকার জনসাধারণের প্রবল সমর্থন পায় নি। এমন পরিপ্রেক্ষিতে যদি পারমাণবিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারে, তাহলে আহমাদিনেজাদ সরকার কিছুটা হলেও সমর্থন পাবে । এটা সম্ভবত আহমাদিনেজাদ সরকারের পারমাণবিক সমস্যায় শক্ত মনোভাব দেখানোর একটি গুরুত্বপূর্ণ কারণ বা কৌশল।


1  2