v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-22 14:33:02    
বিজ্ঞান বিষয়ক প্রতিনিধি ব্যবস্থা চীনের নতুন গ্রামাঞ্চল নির্মাণের কাজ ত্বরান্বিত করেছে

cri

    এখন ছিং থুং সিয়া শহরের মৈত্রী গ্রামের মৈত্রী ফলমূলের ঘাঁটির কাহিনী শোনাবো । বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি নিউ ইয়ুং চিয়াং আংগুর ও খেজুরের উত্কৃষ্ট চারাগুলোকে শেয়ার হিসেবে গ্রহণ করে এ ঘাঁটিতে যোগ দেন এবং এ ঘাঁটির জন্যে চাষ করার কৌশল ও বিক্রির পরিসেবা প্রদান করেন । অপর দিকে কৃষকরা তাদের জমিকে নিজেদের শেয়ার হিসেবে গ্রহণ করে ঘাঁটিতে যোগ দেন । উভয় পক্ষ চুক্তি অনুসারে মুনাফা ভাগাভাগি করে নেন । এভাবে তারা স্বার্থ ও আশংকার সমভাগী হয়েছেন । মৈত্রী গ্রামের কৃষক হান ওই তুংয়ের এক একর জমি আছে । অতীতে তিনি শুধু গমের চাষ করতেন । তখন একর প্রতি তিনি মাত্র ৩ হাজার ইউয়ান উপার্জন করতেন । এখন গমের চাষ করার পাশাপাশি তিনি খেজুরের চাষও করছেন এবং একর প্রতি তার আয় ১৮ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে । নিউ ইয়ুং চিয়াংয়ের পরিচালনায় এখন এ মৈত্রী ফলমূলের ঘাঁটির আয়তন ৬ হাজার একরে দাঁড়িয়েছে ।

     চীনের নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধিদের নিযুক্ত করার ব্যবস্থা ২০০২ সালের সেপ্টেম্বর মাসে চালু হয় । এ ব্যবস্থার লক্ষ্য হচ্ছে গ্রামাঞ্চলের উত্পাদনের মাঠ পর্যায়ে কাজ করার জন্যে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কর্মী , অন্যান্য স্থানের হাইটেক বিজ্ঞানী ও কারিগর , অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক পেশাগত স্কুল থেকে স্নাতক ছাত্রদের উত্সাহিত করা , কৃষকদের কাছে প্রযুক্তিগত পরিসেবা জোরদার করা , কৃষিজাত পণ্যের প্রকরণ বাড়িয়ে দেয়া , এসব পণ্যের প্রক্রিয়াকরণ ও বিক্রির পথ প্রশস্ত করা এবং গ্রামাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ও অর্থনৈতি উন্নয়ন সম্ভব করে তোলা ।

    এক হিসাব থেকে জানা গেছে , ২০০৫ সালের শেষ নাগাদ নিং সিয়া অঞ্চলের ১ হাজার ৭৪জন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি ৪৪১টি প্রকল্প চালু করেছে এবং এসব প্রকল্পের কল্যাণে ১০ লাখেরও বেশি কৃষক লাভবান হয়েছেন ।


1  2  3