সোনিয়া গান্ধি ১৯৪৬ সালে ইতালির তুরিনে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন ব্যবসায়ী। ১৯৬৪ সালে ১৮বছর বয়সী সোনিয়া গান্ধি ব্রিটেনের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যান। ১৯৬৫ সালে তিনি ও ভারতের বিখ্যাত্ নাজনৈতিক জওহরলাল নেহরুর দৌহিত্র রাজিব গান্ধীর পরষ্পরকে ভাল বাসেন। ১৯৬৮ সালে তাঁরা নয়া দিল্লীতে বিয়ে করেন। বিয়ের পর সোনিয়া পরিবারে স্বামীর শুশ্রূষা এবং সন্তান লালন পালন করেন। তাঁদের একজন ছেলে এবং একজন মেয়ে আছে।
সোনিয়া তাঁর স্বামী রাজনীতিতে মহলে প্রবেশ করার পর, তাঁকে সমর্থন করেন। স্বামীর জন সমর্থন রক্ষার জন্যে তিনি ইতালির নাগরিকত্ব ত্যাগ করে ভারতের নাগরিকত্ব নেন।
1 2 3
|