
মার্কিন অর্থ মন্ত্রী পাউলসন বলেছেন , চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক যৌথ অর্থনৈতিক স্বার্থ রয়েছে । বহু ক্ষেত্রে দু'দেশের মতৈক্য বিদ্যমান । এবারে দু'পক্ষ মনখোলা পরিবেশে আলোচনা করেছে এবং সুফল অর্জন করেছে । উভয় পক্ষ বরাবরই কঠিন সমস্যা সমাধানের উপায় অন্বেষণ করে আসছে । এবারের খোলাখুলি আলোচনা ভবিষ্যতে দু'পক্ষের সংলাপের অগ্রগতি লাভের জন্য অনুকূল হবে ।
পাউলসন মনে করেন যে , এবারের সংলাপে যে মতৈক্য ও সম্পর্ক স্থাপিত হয়েছে , তাতে ভবিষ্যতে উভয় পক্ষের সংলাপের আরো সুফল সৃষ্টি হবে ।
পরিসংখ্যান অনুযায়ী , ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে মধ্যে দুদেশের বাণিজ্য ১৬৮.৭৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২১১.৬৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে । 1 2 3
|