Web bengali.cri.cn   
'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না: সিআরআইয়ের নির্মিত সাড়া জাগানো তথ্যচিত্র
  2015-11-19 11:12:25  cri

রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা এ তথ্যচিত্র দেখার পর বিশেষ করে সিআরআইকে এক অভিনন্দনবাণী পাঠান।

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম দিকে রোমানিয়ার অ্যাস্ট্রা চলচ্চিত্র উত্সবের (এএফএফ) জুরি বোর্ড ৯০টিরও বেশি দেশের ১৫০০টিরও বেশি শিল্পকর্মের মধ্যে এটিকে নির্বাচিত করে।

'ক্রসটক ফ্যান' পর্বের প্রধান নারী চরিত্র ওয়ানা অ্যালেক্সান্দ্রু নিজের অভিনীত এই তথ্যচিত্রের পুরস্কার পাওয়ার খবর শুনে ভীষণ উদ্দীপ্ত হয়ে পড়েন।

তিনি বলেন, 'আমি অনেক ভাগ্যবান। অনেক বেশি দর্শক এই তথ্যচিত্র উপভোগ করেছেন, তা দেখে আমি খুব খুশি। পরিচালক ধৈর্য নিয়ে এ তথ্যচিত্র নির্মাণ করেছেন এবং আমি মনোযোগ দিয়ে এতে অভিনয় করেছি। এ তথ্যচিত্রের সঙ্গে যুক্ত সকল কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা চীন ও রোমানিয়ার মৈত্রীর জন্য অনেক অবদান রেখেছেন।'

'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না' তথ্যচিত্রটি নির্মাণ দলে পাঁচ জন প্রধান সদস্য আছেন। পরিচালক ছাড়া অন্য চার জন হচ্ছেন সিআরআই রোমানিয়া বিভাগের অনুবাদক ও সাংবাদিক।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040