Web bengali.cri.cn   
'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না: সিআরআইয়ের নির্মিত সাড়া জাগানো তথ্যচিত্র
  2015-11-19 11:12:25  cri

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-র ভাইস সম্পাদক ওয়াং ই রু বিচারকের প্রতিনিধিত্ব করে বলেন, 'সাংগঠনিক কমিটির বিশেষ সুপারিশ পুরস্কার পাওয়া উল্লেখিত কয়েকটি তথ্যচিত্রে জীবনের মর্মার্থ তুলে ধরা হয়েছে ও শৈল্পিক মানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব তথ্যচিত্রের বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে বিশেষ কৌশলও গ্রহণ করা হয়'।

উল্লেখ্য, সিআরআই এবং সিসিটিভিসহ প্রধান বেশ কয়েকটি মিডিয়ার উদ্যোগে চীনের আন্তর্জাতিক ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়। এবারের উত্সবকে নিয়ে মোট তিনবার জাতীয় পর্যায়ের বার্ষিক এ ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবটি আয়োজিত হলো।

'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না' তথ্যচিত্রে 'ক্রসটক ফ্যান' পর্বের প্রধান নারী চরিত্র ওয়ান আলেক্সান্দ্রুর মতো অন্য পাঁচটি প্রধান চরিত্রের চীনে লেখাপড়া, জীবনযাপন, কাজ করার কাহিনী তুলে ধরা হয়।

এ তথ্যচিত্রের পরিচালক ওয়াং চি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, 'এই তথ্যচিত্রটি নির্মিত হয় চীনা স্বপ্নকে কেন্দ্র করে। আমরা বিদেশিদের চীনা স্বপ্ন বেছে নিয়েছি। এতে চীনে ছয় জন রোমানিয়ান নাগরিকের পরিশ্রম করার কাহিনী তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্র রোমানিয়ার বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এবার সাংগঠনিক কমিটির বিশেষ পুরস্কার পেয়ে আমি খুব খুশি।'

পরিচালক ওয়াং চি সাংবাদিকদের জানান, 'স্টোরিজ অব রোমানিয়ান্স ইন চায়না' তথ্যচিত্রটি চীন ও রোমানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে নির্মাণ করা হয়। ৭ মাস সময় দিয় এটি নির্মাণ করা হয়েছে। এর মোট ৬টি পর্ব আছে এবং এর মোট দৈর্ঘ্য ৭০ মিনিট।

২০১৪ সালের ১৭ অক্টোবর এটি প্রথমবারের মতো প্রচারিত হয়। তারপর থেকে চীনের ২০টিরও বেশি প্রদেশ ও শহরের ৫০টিরও বেশি টিভি কেন্দ্রে প্রচারিত হয়েছে। এটি রোমানিয়ার তিনটি প্রধান টিভি কেন্দ্রে প্রচারিত হয়। বিভিন্ন দেশি-বিদেশি ওয়েবসাইটে এর প্রচারের মোট সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040