Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ---২০১৫/১০/১২
  2015-10-12 19:05:26  cri

৬. বাংলাদেশে চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৩৪ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা অগাস্টের চেয়ে ১৫ কোটি ১২ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অনুসারে, ঈদুল ফিতরের আগে জুন ও জুলাইতেও প্রবাসীরা দেশে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। জুন মাসে রেমিট্যান্স আসে ১৪৩ কোটি ৯৩ লাখ ডলার। আর জুলাইতে আসে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার। কিন্তু ঈদ-পরবর্তী মাস অগাস্টে রেমিট্যান্স কমে যায়। ওই মাসে রেমিট্যান্স আসে ১১৯ কোটি ৫০ লাখ ডলার।

৭. বিদেশে বাংলাদেশি বেগুন রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)। শনিবার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর এদিনই যুক্তরাজ্য রফতানি হয়েছে ৫০ কেজি বেগুন। বিগত এক বছর ধরে বাংলাদেশি বেগুন রফতানির ওপর নিষেধাজ্ঞা ছিল ডিএই'র। বাংলাদেশি বেগুনে কয়েক ধরনের পোকা পাওয়ার অভিযোগ ওঠার পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে, যুক্তরাজ্যে বেগুন রফতানি সম্ভব হয়েছে চুক্তিতে বেগুন চাষ (কন্ট্রাক্ট ফার্মিং)-এর ফলে। টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা গ্রামে এভাবে চাষ হচ্ছে বেগুন। গতকাল (রোববার) কুড়াগাছায় এক অনুষ্ঠানে ডিএইর মহা-পরিচালক হামিদুর রহমান বলেন, সিদ্ধান্ত হয়েছিল কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া কোনো বেগুন রফতানি হবে না। এখন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে রোগ ও পোকামুক্ত বেগুন উৎপাদিত হচ্ছে। সে কারণে এটির রফতানিও শুরু হয়েছে।

বলা বাহুল্য, বেগুন রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রফতানিকারকরা খুশি। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সবজি রফতানি বাড়বে।

উল্লেখ্য, বেগুন ছাড়াও কয়েক ধরনের সবজি রফতানির ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এগুলো হচ্ছে: লালশাক ও ডাঁটাশাক; জারা লেবু ছাড়া অন্যান্য লেবু; এবং করলা, চিচিঙ্গা, ধুন্দল ও পটল। এসব সবজিকে মারাত্মক সমস্যাযুক্ত পণ্য ঘোষণা করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

৮.'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর'(সিপিইসি) ভারতসহ এতদঞ্চলের অনেক দেশের উপকার করবে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র হবু প্রেসিডেন্ট চিন লি ছুন গত বুধবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। এসময় পাক অর্থমন্ত্রী ইসহাক দার-ও উপস্থিত ছিলেন।

চিন লি ছুন বলেন, সিপিইসি শুধু চীন ও পাকিস্তানের উপকার করবে তা নয়, বরং এতদঞ্চলের অন্যান্য রাষ্ট্রগুলোও এর সুবিধা ভোগ করবে। তিনি আশা করেন, ভারত এ ধারণাকে সমর্থন করবে।

তিনি জানান, এআইআইবি'র একটি বিশেষজ্ঞদল শিগগিরি ইসলামাবাদ সফর করবে এবং পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। বিগত দু'বছরে পাকিস্তান অর্থনীতিতে যে অগ্রগতি অর্জন করেছে, লি ছুন তার প্রশংসাও করেন।

৯. মার্কিন কোম্পানি কোকা-কোলা পাকিস্তানে বিনিয়োগ বাড়াবে। সম্প্রতি কোম্পানির ইউরেশিয়া ও আফ্রিকা গ্রুপের প্রেসিডেন্ট নাথান কালুম্বু ইসলামাবাদে পাক অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান। তিনি মন্ত্রীর কাছে কোম্পানির বিনিয়োগ পরিকল্পনাও ব্যাখ্যা করেন।

তিনি জানান, তার কোম্পানি ইতোমধ্যেই পাকিস্তানে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি আরও জানান, কোম্পানি করাচি, মুলতান ও ইসলামাবাদে তিনটি নতুন প্লান্ট স্থাপন করছে। এতে পাকিস্তানের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশটিতে কর্মসংস্থান বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

১০. একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার সবচে' গুরুত্বপূর্ণ উপাদান 'অবকাঠামো'। যে-দেশের অবকাঠামো যত মজবুত, সে দেশের অর্থনীতিও তত শক্তিশালী। উন্নত বিশ্বের দেশগুলোর সাথে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক পার্থক্যের বড় কারণও এই অবকাঠামো।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত 'বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক' প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার অবকাঠামোতে সেরা ১১টি দেশের একটি তালিকা তৈরি করে। তালিকাটি তৈরিতে দেশগুলোর যোগাযোগমাধ্যম, টেলিযোগাযোগব্যবস্থা, রাস্তা-ঘাটের মান, বিদ্যুৎ-সুবিধা ইত্যাদির পাশাপাশি বিমানে আসন পাওয়া এবং নাগরিকদের শারীরিক সুস্থতার মত বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। এ তালিকার শীর্ষ দুটি স্থান দখল করেছে এশিয়ার দেশ চীনের হংকং ও সিঙ্গাপুর।

বিজনেস ইনসাইডার-এর পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০০৭-০৮ সালের অর্থনৈতিক মন্দার পর যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের মত উন্নত দেশগুলোতে অবকাঠামোর মান আগের চেয়ে খারাপ হয়েছে। আর তাদের স্থানগুলো দখলে নিয়েছে এশিয়ার কয়েকটি দেশ। বিজনেস ইনসাইডার-এর তৈরি অবকাঠামোয় বিশ্বসেরা ১১টি দেশের বাকিগুলো হচ্ছে: নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, জাপান, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ও যুক্তরাষ্ট্র। (আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040