Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৬/২২
  2015-06-22 20:01:42  cri

৬. ভারতে পূর্বাঞ্চল ভিত্তিক প্রথম বেসরকারি ব্যাঙ্ক 'বন্ধন'যাত্রা শুরু করছে আগামী ২৩ অগাস্ট। রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে চূড়ান্ত লাইসেন্সটি হাতে পাওয়ার পরেই গত বুধবার এ ঘোষণা দেন ব্যাংকের ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ। ব্যাংকের সদর দফতর হবে পশ্চিমবঙ্গের কলকাতায়। 'বন্ধন' হবে ভারতের ২৩তম বেসরকারি ব্যাঙ্ক।

গত বছর পয়লা এপ্রিল দেশের বৃহত্তম ক্ষুদ্র-ঋণ সংস্থা 'বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস'-কে পূর্ণাঙ্গ ব্যাঙ্ক খোলার জন্য প্রাথমিক লাইসেন্স দেয় রিজার্ভব্যাঙ্ক অব ইন্ডিয়া। শর্ত ছিল, ১৮ মাসের মধ্যে ব্যাঙ্ক চালু করতে হবে। সেইসময়সীমা শেষ হওয়ার মাস দু'য়েক আগেই তারা ব্যাঙ্কিং পরিষেবা চালু করতেচলেছে।

প্রথম পর্যায়ে দেশের ২৭টি রাজ্যে 'বন্ধন' ৫০০থেকে ৬০০টির মত সাধারণ শাখা চালু করবে। এ ছাড়া ক্ষুদ্র-ঋণ সংস্থা হিসাবেসারা দেশে বন্ধনের ২,০২২ শাখাকেও ব্যাঙ্কিং পরিষেবায় সামিল করা হবে।নতুন ব্যবস্থায় ওই সব শাখা ক্ষুদ্র-ঋণ দেওয়া ছাড়াও ছোট অঙ্কের আমানতসংগ্রহ, এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো (রেমিট্যান্স), বিমা প্রকল্প বিক্রি-সহ আরও কিছু কাজ করবে।

ব্যাঙ্ক চালুকরার জন্য বন্ধনের নিট সম্পদের পরিমাণ কমপক্ষে ৫০০ কোটি টাকা হওয়া জরুরিছিল। সম্প্রতি সিঙ্গাপুরের সরকারি লগ্নি সংস্থা জিআইসি বন্ধনের শেয়ারে১,০২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে তাদের বর্তমান নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২,৭০০ কোটি টাকা।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকার সারা দেশের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার পরিকল্পনা করেছে। বিগত ইউপিএ সরকারের আমল থেকেই শুরু হয়েছে এই প্রকল্প। এরজন্য দেশের যে-সব অঞ্চলে ব্যাঙ্ক নেই, সেখনে পরিষেবা শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্দেশ্যেই বেসরকারি ক্ষেত্রে নতুন ব্যাঙ্ক চালু করার পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্র।

৭.ভারতের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি মে মাসে গত তিন মাসের মধ্যে সবচেয়ে নীচে নেমে আসে। সোনা ও অশোধিত তেল আমদানির খরচ কমায় এ অগ্রগতি। তবে টানা ছ'মাস ধরে রফতানি আয় কমছে দেশটির।

গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বৈদেশিক বাণিজ্যে ঘাটতি মে মাসে নেমে আসে ১০৪০ কোটি ডলারে (৬৬,৫৬০ কোটিরুপি)। এই ঘাটতি তিন মাসের মধ্যে সবচেয়ে কম। ২০১৪-র মে মাসে তা ছিল ১১২৩কোটি ডলার। বিশেষজ্ঞদের মতে, ঘাটতি নেমে আসার কারণ বিশ্ব জুড়েই পণ্য মূল্যকমে আসা। তার প্রভাবে সোনা আমদানির খরচ এপ্রিলের তুলনায় ২৩% কমে মে মাসে দাঁড়িয়েছে ২৪০ কোটি ডলারে, যদিও সোনা আমদানির পরিমাণ বেড়েছে ১০.৪৭%।পাশাপাশি, অশোধিত তেলের দাম কমায় তা আমদানির খরচ এক ধাক্কায় ৪১% কমে দাঁড়িয়েছে ৮৫০ কোটি ডলার। এ ক্ষেত্রেও এপ্রিলের তুলনায় আমদানি বেড়েছে ১৫%।

এদিকে, মে মাসে ভারতে রফতানি ২০.১৯% কমে ছুঁয়েছে ২২৩৫ কোটি ডলার বা ১,৪৩,০৪০ কোটি রুপি। এর জন্য বিশ্ব বাজারে, মূলত ইউরোপ-আমেরিকায় চাহিদা কম থাকাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি পরিসংখ্যানে। একই সঙ্গে অশোধিত তেলের দাম কমায় কমেছে পেট্রোপণ্যের রফতানি-মূল্য। তা ছাড়া রত্নালঙ্কার, ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক দ্রব্যের রফতানিও মে মাসে কমেছে। এপ্রিলে তা কমেছিল ১৪%।

৮. পাকিস্তানের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ (এসএমইডিএ) এবং পাক-সৌদি জয়েন্ট চেম্বার অব কমার্স (পিএসজেসিসিই) গত বুধবার লাহোরে একটি সমঝোতা-স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা-স্মারক অনুসারে, দু'পক্ষ দু'দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে যৌথ ব্যবসা বাড়ানোর প্রচেষ্টা চালাবে।

সমঝোতা-স্মারক অনুসারে, দু'পক্ষ পাকিস্তানে সৌদি বিনিয়োগ বাড়ানোর জন্যও কাজ করবে। এ লক্ষ্যে দু'পক্ষ পাকিস্তান ও সৌদি আরবে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করবে।

৯. বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহের কারণে বছরে ১৪.৩ ট্রিলিয়ন বা ১৪ লাখ ৩০হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হয়। এ অর্থ বিশ্ব জিডিপির ১৩.৪শতাংশ। সম্প্রতি অস্ট্রেলিয়া ভিত্তিক বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)-র বার্ষিক গবেষণাপ্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের পেছনে খরচ-হওয়া এ অর্থ ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যের সম্মিলিত অর্থনীতির সমান। প্রকাশিত এ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে অশান্ত ও সর্বাধিক শান্তিপূর্ণ দেশের মধ্যে পার্থক্যও দিন দিন বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

আইইপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। আর সবচেয়ে বেশি অশান্তির দেশ সিরিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গৃহযুদ্ধের কারণে বিভিন্ন দেশের ব্যয় ২০১৪ সালে আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।বিভিন্ন দেশে আশ্রয়-নেওয়া প্রায় পাঁচ কোটি শরণার্থীর পেছনে ২০০৮সাল-পরবর্তী সময়ে খরচ বেড়েছে ২৬৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী চলমান যুদ্ধের ১০ শতাংশ কমলে বিশ্ব জিডিপিতে তা যোগ করবে ১.৪৩ ট্রিলিয়ন বা ১ লাখ ৪৩ হাজার কোটি ডলার। এঅর্থ গ্রিসের বর্তমান দেনা পরিশোধে প্রয়োজনীয় অর্থের ছয় গুণ, আর বিশ্বের দারিদ্র্যসীমার নিচে থাকা ১১০ কোটি মানুষের আয়ের সমান। (আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040