Web bengali.cri.cn   
'লান চৌ-সিন চিয়াং' রেলপথ চালু হবে
  2014-06-11 13:36:20  cri

ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে সাথে, গত কয়েক বছরে চীনে মোবাইল ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। মোবাইল ফোন আর ইন্টারনেটের সমন্বয়ে মোবাইল ইন্টারনেট। এ প্রযুক্তির সাহায্যে মানুষ যে-কোনো সময়, যে-কোনো স্থান থেকে ইন্টারনেট সেবা পেতে পারে। তেমনি, ইন্টারনেটের ব্যবসাও এখন আগের যে-কোনো সময়ের তুলনায় সহজতর হয়েছে।

আগে ইন্টারনেটের ব্যবসা করতে বিশাল পুঁজি ও জনবল প্রয়োজন হতো। এখন এতকিছুর প্রয়োজন হয় না। এমনকি, কোম্পানি প্রতিষ্ঠা না-করেও এক্ষেত্রে ব্যবসা করা যায়। মোবাইল ইন্টারনেটের জন্য চমত্কার 'অ্যাপ' তৈরি করে আপনিও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন।

লিউ মিয়াও একজন প্রকৌশলী। তিনি শিশুদের বই পড়ার জন্য একটি 'অ্যাপ' তৈরি করেছেন। মোবাইল ইন্টারনেটের গ্রাহকরা যখনই এটি ডাউনলোড করেন, তখনই তিনি কিছু অর্থ পান। তিনি ইংরেজি জানেন না, অথচ তার অ্যাপ ব্যবহারকারীদের অধিকাংশই বিদেশি। লিউ মিয়াও মনে করেন, মোবাইল ইন্টারনেট না-থাকলে তিনি এভাবে আয় করতে পারতেন না। তার এই পণ্যটি মোবাইল ইন্টারনেটের কল্যাণেই বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

গত শতাব্দীর আশির দশকে জন্মগ্রহণকারী লিউ থিয়ে ফেং কয়েক বছর আগে তার বন্ধুর সঙ্গে যৌথভাবে একটি মোবাইল ইন্টারনেট ব্রাউজার তৈরি করেন। এটি তৈরির সময় তারা ভাবতেও পারেননি যে, মাত্র এক বছরে এক কোটিরও বেশি ব্যবহারকারী ব্রাউজারটি ডাউনলোড করবেন।

দশ-বারো বছর আগে যখন চীনে 'পোর্টালস্' তাদের ব্যবসা শুরু করেছিল, তখন চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র প্রায় এক কোটি। ২০১৩ সালের শেষ নাগাদ, চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৬১ কোটি ৮০ লাখে। অন্যভাবে বললে, চীনের জনসংখ্যার ৪৫.৮ শতাংশই ইন্টারনেট ব্যবহার করছে। এদিকে, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বর্তমানে ৫০ কোটি। অর্থাত চীনের ৮১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোন বা ডিভাইজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। 'বেইজিং প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশান'-এর চেয়ারম্যান সিং সিয়েও কে বলেন-

"বর্তমানে বিদেশে চীনা ইন্টারনেট কোম্পানিগুলোর গ্রাহক কম। তবে মোবাইল ইন্টারনেট শুধু একটি শহর বা দেশের প্ল্যাটফর্ম নয়, গোটা বিশ্ব এ শিল্পের প্ল্যাটফর্ম হতে পারে। এ বাজারের ভবিষ্যত সীমাহীন।"

'ইউসি' ২০০৪ সালে প্রতিষ্ঠিত একটি মোবাইল ইন্টারনেট পণ্যের কোম্পানি। সারা বিশ্বে এ কোম্পানির পণ্য ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি। অ্যানড্রয়েড ও আইওএস প্লাটফর্মে এ কোম্পানির মূল পণ্য 'ইউসি ব্রাউজার'-এর ব্যবহার সবচে বেশি। মোবাইল ইন্টারনেট শিল্পের ভবিষ্যতের ওপর আস্থা রাখেন এ ইউসি কোম্পানির সিইও ইউয়ু ইয়ুং ফু। তিনি বলেন- "সারা বিশ্বে রয়েছে ১২০ কোটি কম্পিউটার এবং ৫০০ কোটি মোবাইল ফোন। বিশ্বের লোকসংখ্যা ৭০০ কোটি। তার মানে কম্পিউটারের মাধ্যমে বিশ্বের অর্ধেক লোক ইন্টারনেট ব্যবহার করতে পারে না; এটা সম্ভব মোবাইল ফোনের মাধ্যমে।"

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনে ৮৩ কোটি ৭০ লাখ মানুষ মোবাইল ফোন বা ডিভাইজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেছে, যে সংখ্যা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার চেয়ে বেশি। আজকাল মানুষ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের চেয়ে বেশি নির্ভর করছে মোবাইল ডিভাইজের ওপর। এখন অধিক সংখ্যায় মানুষ মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করছে। চিং তুং চীনের বিখ্যাত একটি ই-কমার্স ওয়েবসাইট। ২০১৩ সালে এ সাইটে কেনাকাটার অর্ধেকটাই হয়েছে মোবাইল ডিভাইজের মাধ্যমে। বিক্রয় পরিমাণের অর্ধ মোবাইল সরঞ্জাম থেকে আসে। চীনা ই-কমার্স কমিটির ওয়েব বিক্রয় প্রচার বিভাগের প্রধান সান নিং বলেন-

"২০১৩ সালে মোবাইল ই-কমার্স খাতে ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সে বছর অনলাইনে কেনাকাটা হয়েছে ১০ ট্রিলিয়ন ইউয়ানের পণ্য, যা ২০১২ সালের তুলনায় ২১২ শতাংশ বেশি।"

মোবাইল ইন্টারনেটের উন্নয়ন বিজ্ঞাপন শিল্পের ওপরও প্রভাব ফেলেছে। ইন্টারনেটে বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনদাতা সহজে তার ফলাফল দেখতে পারেন। গোটা বিশ্বে ইন্টারনেট বিজ্ঞাপনের বাজার প্রায় ১৮০০ কোটি মার্কিন ডলারের। আর চীনে ইন্টারনেট বিজ্ঞাপনের বাজার প্রায় ১০০ কোটি ইউয়ানের।

২০১৩ সালের শেষ নাগাদ চীনা শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় দেশের তিনটা প্রধান মোবাইল অপারেটরকে ফোর-জি লাইসেন্স ইস্যু করে। এর মাধ্যমে চীনের মোবাইল শিল্প ফোর-জি যুগে প্রবেশ করে। ফোর-জি প্রযুক্তি যুক্ত হওয়ায় এখন মোবাইল ডিভাইজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক বেশি গতি বা স্পিড পাচ্ছেন। আসলে মোবাইল ইন্টারনেট সার্বিকভাবে মানুষের জীবনের সাথে মিশে যাচ্ছে এবং বিশ্বের ইন্টারনেট শিল্পকেও আমুল বদলে দিচ্ছে।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা চীনা মোবাইল ইন্টারনেট শিল্প সম্পর্কে একটি প্রতিবেদন শুনলেন।

প্রিয় শ্রোতা, আপনারা জেনে খুশি হবেন যে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে দুই দফায় ১০ জন করে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা হবে 'পুবের জানালা' অনুষ্ঠান থেকে। নির্বাচিত শ্রোতারা পাবেন উপহার। আশা করছি আপনারা আগের মতোই পুবের জানালা অনুষ্ঠানের সাথেই থাকবেন।

তো, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আজকের মতো বিদায় নিতে হবে। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন আশা করি। আমাদের ইমেলের ঠিকানা ben@cri.com.cn বা liwanlu@cri.com.cn। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চাই চিয়ান। (শিশির/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040