Web bengali.cri.cn   
'লান চৌ-সিন চিয়াং' রেলপথ চালু হবে
  2014-06-11 13:36:20  cri

গত ২৯ মে পেইচিংয়ে অনুষ্ঠিত হয় ১৯তম চীনা আন্তর্জাতিক সফটওয়্যার প্রদর্শনী। দেশ-বিদেশের ৬ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রদর্শনীতে দুই সহস্রাধিক নতুন পণ্য ও প্রযুক্তি স্থান পায়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রী মিয়াও ওয়ে জানান, ২০১৩ সালে চীনা সফটওয়্যার শিল্পের আয় ৩ ট্রিলিয়ান ইউয়ান ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে সফটওয়্যার শিল্পের আরো উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

মন্ত্রীর মতে, চীনের সফটওয়্যার শিল্প-প্রতিষ্ঠানগুলোর আয় এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেলেও, তা অর্থনীতির ও সামাজিক উন্নয়নের চাহিদা পূরণ করতে পারে না। তিনি বলেন-

"২০১৩ সালে চীনে সফটওয়্যার শিল্পের আয় ছিল ৩.০৬ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০১২ সালের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি। দেশে তথ্যপ্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটছে এবং এর ব্যবহারও ব্যাপকভাবে বাড়ছে। এখন এ শিল্পের আরো সমন্বিত হবার সময় এসেছে।"

বর্তমানে চীনের সফটওয়্যার শিল্পের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। চীনা সফটওয়্যার শিল্পের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় সফটওয়্যার মানদন্ড প্রণয়ন এবং সেবাধর্মী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন পরিকল্পনাসহ পাঁচটি পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও সফটওয়্যার শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সরকার নীতিগত ও অর্থনৈতিক সমর্থন যুগিয়ে যাবে।

উল্লেখ্য, এ বারের প্রদর্শনীতে চীনা কোম্পানি ছাড়াও, মাইক্রোসফ্ট, এইচপি ও এসএপি-সহ বিশ্বের বিখ্যাত কয়েকটি সফটওয়্যার কোম্পানি অংশগ্রহণ করে। এ ছাড়া, হংকং ও দক্ষিণ কোরিয়ার একটি যৌথ কোম্পানিও এবার প্রদর্শনীতে অংশ নেয়।

'চীন আন্তর্জাতিক সফটওয়্যার প্রদর্শনী' চীনে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম প্রদর্শনী। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ১৭ বার এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040