Web bengali.cri.cn   
চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
  2014-05-08 14:41:40  cri

প্রিয় শ্রোতা, এখন আমি (American Dreams in China) 'আমেরিকান ড্রিমস ইন চায়না' চলচ্চিত্রের একটি গান শোনাবো। গানের নাম হলো 'সময়ের গল্প'। দিনে দিনে সময় আমাদের যৌবনকে কেড়ে নিচ্ছে এবং আমরা বয়ে চলা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হই, এমন কথাই বর্ণনা করা হয়েছে এ গানে।

উল্লেখ্য, এ চলচ্চিত্রের তিন জন প্রধান পুরুষ অভিনেতা একই গানে কণ্ঠ দিয়েছেন। এখন তাহলে এই সুন্দর গানটি উপভোগ করা যাক, কেমন?

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে সাউন্ড ট্র্যাক শুনছেন তা হলো ফ্রান্সের (Attila Marcel)'আট্টিলা মার্সেল' চলচ্চিত্রের একটি ছোট অংশ।

ফরাসি অভিনেতা Guillaume Gouix জুইল্লাউম গোউইক্স এ চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পুরুষ চরিত্রের পুরস্কার অর্জন করেন। তা ছাড়া, এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সঙ্গীত পুরস্কারও অর্জন করে।

ফ্রান্সের (a promise)'এ্যা প্রোমিজ' চলচ্চিত্রের অভিনেতা (alan Rickman) অ্যালেন রিকম্যান শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার' অর্জন করেন। (So-won) 'সো-উয়ান' চলচ্চিত্রের দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী Re Lee রে লি 'শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার' অর্জন করেন। অস্ট্রেলিয়ার 'The Rocket দ্যা রকেট' চলচ্চিত্রটি সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য পুরস্কার' অর্জন করে।

‌সাতজন দেশি-বিদেশি প্রতিনিধি নিয়ে উতসবের পর্যালোচক গ্রুপ গঠিত হয়েছিল । তাদের মধ্যে ছিলেন হংকংয়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক John Woo জন উয়ু ।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040