Web bengali.cri.cn   
চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
  2014-05-08 14:41:40  cri



৮ দিনব্যাপী 'চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' ২৩ এপ্রিল রাতে শেষ হয়েছে। উতসবে ভারত এবং কানাডার যৌথ উদ্যোগে শুটিং করা 'siddharth 'সিদ্বার্থ' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 'The Grandmaster 'দ্য গ্রান্ডমাস্টার' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার ও শ্রেষ্ঠ নারী চরিত্র পুরস্কারসহ তিনটি পুরস্কার অর্জন করে। ফ্রান্সের 'Attila Marcel 'আট্টিলা মার্সেল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার এবং শ্রেষ্ঠ সঙ্গীত পুরস্কার অর্জন করে।

সুপ্রিয় শ্রোতা, এখন তাহলে 'চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' সম্পর্কিত একটি প্রতিবেদন শুনুন।

বন্ধুরা, আপনারা 'চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব'-এর সঙ্গীত শুনছেন।

চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত 'চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে' ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৮৩০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। অবশেষে মাত্র ১৫টি চলচ্চিত্র দশটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

দেশি-বিদেশি এসব চলচ্চিত্রে বিভিন্ন দেশের বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি ফুটিয়ে তোলার পাশাপাশি মানবজাতির অভিন্ন আলোচ্যবিষয়, অর্থাত্ প্রেম ও মানবতা নিয়ে আলোচনা করা হয়। আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে তোলার আশা পোষণ করেন এসব চলচ্চিত্রের পরিচালকেরা।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040