Web bengali.cri.cn   
অপেরা চলচ্চিত্র 'তুরান্দোতের' ওয়াল্র্ড প্রিমিয়ার
  2014-04-03 16:40:43  cri

সাধারণত অপেরা চলচ্চিত্র থিয়েটারে দর্শকসহ জীবন্ত পরিবেশনা শুটিং করা হয়। তাই পরিবেশনায় অভিনেতা অভিনেত্রী কোনো ভুল করলে চলচ্চিত্রে সব ভুলও রেকর্ড করা হয়। যেমন, 'তুরান্দোত' অপেরা চলচ্চিত্রে যখন রাজকুমারী এবং রাজকুমার আলিঙ্গন করছেন তখন রাজকুমারীর চুল রাজকুমারের কাপড়ের বোতামে আটকে যায়। রাজকুমারের চরিত্রে অভিনয় করা তেই ইউ ছিয়াং গান গাওয়ার সঙ্গে সঙ্গে চুলের গিট খোলেন। এই দৃশ্য দেখে দর্শকরা হাসেন এবং অবশ্য ঘটনাস্থলের দর্শকদের হাসির আওয়াজ চলচ্চিত্রে শুটিং করা হয়। এই ছোট ভুল প্রসঙ্গে তেই ইউ ছিয়াং বলেন,

'লাইভ শুটিং করার কারণে এই ভুল বজায় রাখা হয়। আমার মনে হয়, লাইভ পারফরমেন্স সত্যিকারের পারফরমেন্স। হয়তো দর্শকরা আমাদের এই ছোট ভুল পছন্দ করতে পারেন।'

চীনের জাতীয় থিয়েটার ২০১৩ সালে হাই ডেফিনেশন, অর্থাত্ এইচডি অপেরা চলচ্চিত্র শুটিং করার পরিকল্পনা শুরু করেছে। যথাক্রমে মোট ৩টি অপেরা চলচ্চিত্র শুটিং করা হয়। এগুলোর মধ্যে জনপ্রিয় অপেরা 'তুরান্দোত'ও রয়েছে। জাতীয় থিয়েটারের উপ-পরিচালক তেং ই চিয়াং বলেন,

'তুরান্দোত' হলো জাতীয় থিয়েটার এবং হুয়া সিয়া চলচ্চিত্র প্রকাশনা লিমিডেট কোম্পানির যৌথ উদ্যোগে প্রকাশিত প্রথম অপেরা চলচ্চিত্র। আমাদের 'তুরান্দোত' বেছে নেওয়ার কারণ হলো এই অপেরায় চীনা রাজকুমারী এবং তারতার রাজকুমারের প্রেমের গল্প বর্ণনা করা হয়। এর মধ্যে রয়েছে 'জ্যাস্মিন ফুল' নামে চীনের লোকসঙ্গীতের সুর। গোটা অপেরায় চীনের সুগভীর আকর্ষণীয় শক্তি ভরপুর। আশা করি, দর্শকরা সিনেমা হলে এই অপেরা উপভোগ করবেন।'

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040