Web bengali.cri.cn   
অপেরা চলচ্চিত্র 'তুরান্দোতের' ওয়াল্র্ড প্রিমিয়ার
  2014-04-03 16:40:43  cri



চীনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মঞ্চে পরিবেশিত ক্লাসিক্যাল অপেরা 'তুরান্দোত', একই নামে চলচ্চিত্র হিসেবে নির্মাণ করা হয়, এবং সম্প্রতি পেইচিংয়ে এ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ চলচ্চিত্রের প্রধান অভিনেতা-অভিনেত্রী তেই ইউ ছিয়াং ও ইও হোং এবং ছেন পেই সি ও চিয়াং খুনসহ অনেক শিল্পী এ ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত হন। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করা চীনের বিখ্যাত টেনারিস্ত তেই ইউ ছিয়াং বলেন, একজন দর্শক হিসেবে নিজের পরিবেশনা উপভোগ করা একটি মজার ব্যাপার। সঙ্গে সঙ্গে তিনি অকপটে বলেন, প্রথমবারের মতো অভিনয় করার কারণে চলচ্চিত্রে ছোটখাটো অসন্তোষও রয়েছে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে 'অপেরা চলচ্চিত্র 'তুরান্দোতের' ওয়াল্র্ড প্রিমিয়ার সম্পর্কে একটি প্রতিবেদন শুনুন।

বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো 'তুরান্দোত' নামের চলচ্চিত্রের একটি গান। আর এ গানটির নাম হলো 'আজ রাতে কোনো মানুষ ঘুমাতে পারে না'।

সেই দিনের ওয়ার্ল্ড প্রিমিয়ারে এ চলচ্চিত্রের প্রধান অভিনেতা তেই ইউ ছিয়াং দর্শক হিসেবে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অপেরা খাতে অনেক উন্নয়ন অর্জিত হয়ে আসছে, তা সত্ত্বেও, গোটা সাংস্কৃতিক পরিবেশ তেমন যথেষ্ট নয়। থিয়েটারে এসে অপেরা উপভোগকারী মানুষের সংখ্যা খুব কম। অপেরা চলচ্চিত্রে দেখা দেয়ায় তিনি অপেরাকে জনপ্রিয় করে তোলার আশা দেখছেন। তিনি বলেন,

'যখন আমি এবং আমার সহযোগী ইও হোং থিয়েটারে সারা রাত গাই, তখন সর্বচ্চ ২০০০ লোক থিয়েটারে তা শুনতে পারেন। চলচ্চিত্রে রিমেক করার পর অবস্থা পরিবর্তিত হয়েছে। সিনেমা হলের সংখ্যা অনেক বেশি। দর্শকেরা নিজেদের বাড়ির কাছাকাছি সিনেমা হলে একটা টিকেট কিনে তা দেখতে পারেন। সিনেমার টিকেট থিয়েটারে অপেরার টিকেটের চেয়ে অনেক কম দামী হয়।'

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040