Web bengali.cri.cn   
ফোং সিও কাংয়ের সঙ্গে সংলাপ
  2014-03-13 13:23:39  cri

Claire dean ক্লেইর ডিন নামের একজন বৃটিশ দর্শক ফোং সিও কাংয়ের খুবই অনুরাগী। 'ব্যাক টু ১৯৪২' ছবিটি দেখার পর তাঁর হৃদয় ভারী হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি খুব কম মানুষই জানেন এমন একটি ইতিহাস তুলে ধরার জন্য ফোং সিও কাংকে ধন্যবাদ জানাতে চান। তিনি বলেন,

'ইউরোপের ইতিহাস আমরা অনেক বেশি জেনে ফেলেছি। তবে চীনের ইতিহাস আমি খুব কমই জানি।'

'ব্যাক টু ১৯৪২' ছবি ছাড়া, Assembly অ্যাসেম্বলি, ইফ ইউ আর দ্যা ওয়ান, আফ্টারশক If You Are the One , Aftershock যথাক্রমে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে প্রদর্শিত হয়।

এবারে পরিচালক ফোং সিও কাংয়ের বৃটেন সফরের আরেকটি লক্ষ্য হলো এ্যা ওয়ার্ল্ড উয়িদাউট থিভস A World Without Thieves ছবিটির পুনর্শুটিং করার জন্য ব্রিটিশ পরিচালক Duncan kenworthy ডানকান কেনউয়ার্থের সঙ্গে আলোচনা করা। ডানকান 'ফোর ওয়েডিংস এ্যান্ড এ ফিউনারেল 'Four Weddings and a Funeral' এবং নটিং হিল 'Notting Hill'সহ বৃটেনের বেশ কয়েকটি লাভ কমেডি ছবির শুটিং করেছিলেন।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো 'If You Are the One'ইফ ইউ আর দ্যা ওয়ান ছবির একটি গান। গানের নাম হলো 'ভালোবাসা।'

গত বছরের শেষ দিকে বৃটেনের প্রধানমন্ত্রী David William Donald Cameron ডেভিড ক্যামেরুনের নেতৃত্বে একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের চীন সফরের পর দু'দেশের মধ্যে চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করা হয়। ২০১৪ সালে লন্ডন সফর করার জন্য ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট আরো বেশি চীনা চলচ্চিত্র নির্মাতাকে আমন্ত্রণ জানাবে। বৃটেনে চীনা চলচ্চিত্রের ভবিষ্যত প্রসঙ্গে paul lelliott পল লেল্লিওট নামের একজন বৃটিশ অনেক বেশি আশাবাদী। তিনি বলেন,

'বৃটেনে ভারতের চলচ্চিত্র অনেক জনপ্রিয়। আমার মনে হয়, চীনা চলচ্চিত্রও জনপ্রিয় হতে পারবে। সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের অনেক ব্যবধান আছে, আমি তা মনে করি না।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040