Web bengali.cri.cn   
ফোং সিও কাংয়ের সঙ্গে সংলাপ
  2014-03-13 13:23:39  cri

চলচ্চিত্রের বিষয় নির্ধারণের ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতা ভোগ করা হলো প্রত্যেক চলচ্চিত্র পরিচালকের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন। এক্ষেত্রে Huayi Bros. Media Group হুয়াই ব্রোস মিডিয়া গ্রুপ ফোং সিও কাংকে যে সমর্থন দেন তাতে তিনি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

'যখন তাঁরা আমার সঙ্গে দেখা করলেন তখন তাঁরা আমাকে বললেন, 'আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করলে এখন থেকে আপনি পুঁজি বিনিয়োগসহ অন্য ব্যাপারে চিন্তিত হবেন না। পুঁজি বিনিয়োগ এবং সকল ঝুঁকির দায়িত্ব আমরা পালন করবো। আপনাকে মাত্র একটি কাজ করতে হবে তা হলো ভালো স্ক্রিপ্ট খুঁজে বের করে মনোযোগ দিয়ে শুটিং করা।'

সংলাপ চলাকালে উদ্যোক্তা পরিচালক ফোং সিও কাংয়ের কয়েকটি চলচ্চিত্রের অংশ প্রদর্শন করেন। যেমন, Assembly অ্যাসেম্বলি, ইফ ইউ আর দ্যা ওয়ান, আফ্টারশক If You Are the One , Aftershock প্রভৃতি।

অ্যাসেম্বলি প্রসঙ্গে সংলাপের উপস্থাপক ক্লারে লন্ডনের একজন বিখ্যাত চলচ্চিত্র বিচারকের কথার উদ্ধৃতি দিয়ে বলেন, 'এই চলচ্চিত্রের প্রতিপাদ্য ঐহিত্যবাহী স্বদেশপ্রেম নয়, বরং এর প্রতিপাদ্য হলো বন্ধুত্ব। একজন ব্যক্তি হিসেবে তার ওপর সম্মান প্রদর্শন করা এবং ঐতিহাসিক সত্যতা ও ন্যায় বিচারের অন্বেষণ করা।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040