Web bengali.cri.cn   
টার্ন লেফট, টার্ন রাইট
  2014-02-20 18:14:36  cri

চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র লিউ চি খাং একজন বেহালাবাদক এবং প্রধান মহিলা চরিত্র ছাই চিয়া ই অনুবাদ ও বিভিন্ন বিষয় রচনা করার ওপর নির্ভর করে জীবিকা অর্জন করেন। তাঁরা দু'জন একই ভবনে বসবাস করেন। তবে তারা তাঁদের বিভিন্ন অভ্যাসগত কারণে কখনও একে অপরের সঙ্গে দেখা করতেন না। কেননা তাঁরা একজন ডান দিকে এবং আরেক জন বাম দিকে চলে যেতে অভ্যস্ত ছিলেন।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো এ চলচ্চিত্রের একটি গান।

লিউ চি খাং খুব সুদর্শন বলে সহজেই আশেপাশের অনেক মেয়ের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তবে তার সঙ্গীত এবং বেহালা বাজানোর নৈপুণ্যতাকে মানুষ অবহেলা করতো । এর জন্য তিনি অনেক কষ্ট বোধ করতেন।

অন্যদিকে ছাই চিয়া ই প্রেমের কবিতা অনুবাদ করতে আগ্রহী ছিলেন। কিন্ত্ত টাকা রোজগারের জন্য তাকে ভয়াবহ কথাসাহিত্য অনুবাদ করতে হতো। সাহিত্যের এরকম ভয়নক গল্প অনুবাদের কারণে তিনি মাঝেমাঝে মানসিক চাপ অনুভব করতেন।

একই ভবনে বসবাস করলেও তারা কখনো একে অপরের সাথে দেখা করতেন না বা তাদের দেখা হতোনা।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তাহলো এ চলচ্চিত্রের 'খুবই কাছাকাছি তবু এত দূর' নামে একটি গান।

একদিনে তাঁরা যার যার ভাড়া পরিশোধ না করায় বাড়িওয়ালাকে এড়ানোর জন্য ভবনের পাশে অবস্থিত একটি পার্কে আসলেন। অবশেষে এখানে অবস্থিত একটি পুকুরের পাশে তাদের দেখা হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে প্রেম তৈরি হয় । এসময় তারা প্রেমিক-প্রেমিকার মতো গল্প করেন এবং একসাথে একটি আনন্দময় ও মিষ্টি বিকেল পার করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040