Web bengali.cri.cn   
টার্ন লেফট, টার্ন রাইট
  2014-02-20 18:14:36  cri

কিন্তু আরেকটি প্রবাদ বাক্যের কথা না বললেই নয় , মানুষ ঘুমের ঘরে যা দেখে তা নাকি স্বপ্ন নয় , বরং যা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই তার স্বপ্ন। তো আমাকে ঘুমাতে দেয় না এ রকম অনেক স্বপ্ন আছে যা নাকি আমি সৃষ্টি কর্তার কাছে প্রতিদিন বলে থাকি। কিন্তু আজ আপনি জানতে চেয়েচেন তাই লিলি আপু আপনাকে বলছিঃ

আমার প্রথম স্বপ্ন হলো আমি আমার গণিত বিষয়ের অনার্স মাস্টার্স পড়াশুনা শেষ করবো এবং একজন আদর্শ গণিত শিক্ষক হবো।

আমার দ্বিতীয় স্বপ্ন হল আমি চীনা ভাষা শিখে চীন সরকারের বৃত্তি নিয়ে চীনে পড়াশুনা করতে যাবো এবং বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের মাঝে চীনা ভাষা শিক্ষার প্রচারণা ছড়িয়ে দিবো এবং যারা চীনা ভাষা শিখতে চায় তাদেরকে সাহায্য করবো, যা নাকি আমার অনেক দিনের স্বপ্ন।

আমার তৃতীয় স্বপ্ন হল আমি একদিন অনেক বড় হবো এবং আমার যখন অনেক টাকা হবে তখন আমার মাকে একটি স্বর্ণের খাট বানিয়ে দিবো এবং একটি সুন্দর বাড়ি বানিয়ে দিবো, যেই ঘরে নাকি আমার মা যা চাইবে তাই সেখানে পাবে। আর এই স্বপ্নগুলো পূর্ণ করতে পারলে আমি আমার জীবনের সব সুখ পেয়েছি বলে তখন মনে হবে। কারন আমাদের ইসলাম ধর্মে আছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমি যদি আমার মার কাছ থেকে সেই জান্নাত অর্জন না করতে পারি তাহলে নিজেকে সারা জীবন অপরাধী বলে মনে হবে। আমি চাই না আমি অপরাধী হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকতে। আমি চাই পৃথিবীর সকল ছেলে মেয়ে তাদের মা বাবাকে অনেক বেশি ভালোবাসবে এবং অনেক শ্রদ্ধা করবে। আর সব শেষে আমার একটি ছোট সংসার হবে যেখানে থাকবে অনেক সুখ, শান্তি আর অনেক বেশি ভালোবাসা। এই হলো আমার স্বপ্ন। আশা করি আমার মতো অনেকেরই অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আছে। তাই সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি যাতে সবার স্বপ্ন বাস্তবে পূর্ণ হয়

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040