Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব এবং এর রীতিনীতি
  2014-02-03 20:17:03  cri

চীনা লন্ঠন

বসন্ত উত্সবের পঞ্চদশ দিনে অনুষ্ঠিত হয় চীনের লণ্ঠন উত্সব। এ দিন সব রাস্তা বৈচিত্রময় ফুল ও লণ্ঠন দিয়ে সাজানো হয়। রাতে যখন সব লণ্ঠন জ্বালিয়ে দেয়া হয় তখন চারপাশের পরিবেশ আলোকিত হয়ে ওঠে। এসময় সবাই বাইরে এসে এ সুন্দর পরিবেশটাকে উপভোগ করে। আর এভাবেই হাজার বছর ধরে প্রচলিত এ লণ্ঠন উত্সবের মধ্য দিয়ে শেষ হয়ে যায় ঐতিহ্যবাহী চীনের বসন্ত উত্সবের সকল আনুষ্ঠানিকতা। কিন্তু বছর জুড়ে এ আনন্দের রেশ থেকে যায় চীনের প্রতিটি ঘরে এবং প্রত্যেক মানুষের অন্তরে।

এবার বিদায়ের পালা । তো বন্ধুরা, লণ্ঠন উত্সব সংক্রান্ত একটি গানের মধ্য দিয়ে শেষ করতে চাই আমাদের আজকের এ অনুষ্ঠান । অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।আজকের মতো এখানেই বিদায়। (ইয়ু)


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040