চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব এবং এর রীতিনীতি
লাল কাগজ কাটা
উত্তর চীনের গ্রামাঞ্চলে বসন্ত উত্সবের সময় জানালায় রঙিন কাগজ কেটে তৈরী করা বিভিন্ন নকশা লাগানো প্রচলন রয়েছে। নারীরা রঙিন কাগজ কেটে নানা রকম পাখি, ফুল, মাছ, পোকা ও মানুষ তৈরি করতে পারে।
প্রিয় শ্রোতা, এখন আমি "জানালার কাগজ কাটা" নিয়ে প্রচলিত একটি গান আপনাদের শোনাতে চাই। আশা করি গানটি আপনাদের অনেক ভালো লাগবে।
মন্দির মেলা
চীনে বসন্ত উত্সব নিয়ে অনেক লোককথা প্রচলিত রয়েছে। মন্দির মেলা তাদের মধ্যে অন্যতম। বসন্ত উত্সবকালে মন্দির মেলা কেবল বাণিজ্যিক বাজারেই সীমাবদ্ধ থাকে না, বরং তা উত্সবকালে এক রকম গুরুত্বপূর্ণ বিনোদন স্থানেও পরিণত হয়। বন্ধুরা, এখন তাহলে আপনারা "মন্দির বাজার" নামক গানটি শুনুন। আর এর সাথে উপভোগ করুন মন্দির বাজারের উল্লাস ।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক