Web bengali.cri.cn   
আলোছায়া
  2014-01-02 15:31:13  cri

''আমরা ছবির শুটিং-এর সময়েই লক্ষ্য করছিলাম যে, প্রোজেকশনিস্ট হিসেবে কাজ করার কারণে রাকিবের পড়াশোনার ক্ষতি হচ্ছিল ৷ কিন্তু সেই সময় তার উপার্জন করা অর্থের প্রয়োজন ছিল পরিবারে ৷ তাই আমরা এই শর্তে ছবিটি শুরু করি যে, ছবি শেষ হলে আমরা একটা অনুদান দেব, যা দিয়ে সে দুই-তিন বছর তার পড়াশোনার খরচ চালাতে পারবে ৷ আমি যতদূর জানি, রাকিব প্রোজেকশনিস্টের কাজ ছেড়ে দিয়েছে৷ সে পড়াশোনা করছে এবং পড়াশোনায় সে খুব ভালো হয়েছে৷ এখন খুব সম্ভবত সে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে৷''

বলা বাহুল্য, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন শাহীন দিল-রিয়াজ ৷ তাঁর নির্মিত 'লোহাখোর', 'কোরান সন্তান', 'জীবন জলেবেলে'-র মতো তথ্যচিত্রগুলো জার্মানির বিভিন্ন টেলিভিশনেও প্রদর্শিত হয়েছে৷

http://www.dw.de/bengali

আশা করি খুব দ্রুত উক্ত সিনেমার গল্প আলোছায়া অনুষ্ঠানে প্রচার করার ব্যবস্থা নেবেন।

ভালো থাকার শুভ কামনা জানিয়ে ইতি টানছি। ভালো থাকবেন।

আচ্ছা, প্রিয় রিপন ভাই, আপনার ইমেইল পড়ে 'রাকিব খান' নামে চলচ্চিত্রটি দেখতে আমি খুব আগ্রহী হয়ে উঠেছি। কিন্তু ইমেইলে আমাকে দেওয়া ওই ওয়েবসাইটের ঠিকানাটি আমি কিছুতেই খুলতে পারছি না। এটা খুব দুঃখজনক। আশা করি, পরের ইমেইলে আপনি এই ছবির সঙ্গে সকল শ্রোতা এবং আমাকে সুন্দর ভাবে পরিচয় করিয়ে দিতে পারবেন।

এখন সবাই মিলে একটা বাংলা গান শুনবো।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040