Web bengali.cri.cn   
আলোছায়া
  2014-01-02 15:31:13  cri

তবে পুরস্কার পাওয়া ছাড়াও আরো বড় একটা কাজ করতে পেরেছে 'রাকিব খান'৷ পরিচালক শাহীন দিল-রিয়াজের নিজের কথায়, ''আগামীতে শুধু জার্মানি নয়, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও স্কুলের পাঠক্রমের মধ্যে থাকবে 'রাকিব খান'৷ ক্লাসরুমের মধ্যেই ব্যবহার করা হবে ছবিটা৷ বাচ্চারা 'রাকিব খান' দেখবে, ছবিটা নিয়ে আলোচনা করবে, তার সম্পর্কে লিখবে৷ এটা আমার জন্য একটি নতুন প্রাপ্তি তো বটেই!''

১০ বছরের কিশোর রাকিব পেশায় প্রোজেকশনিস্ট৷ সহজ করে বললে, প্রেক্ষাগৃহে সিনেমার ফিল্ম বদলানোর কাজ করে সে৷ এই কাজ করে রাকিবের প্রতিদিনের আয় গড়ে ২০ বা ২৫ টাকা৷ এই টাকার পুরোটাই সে দিয়ে দেয় মাকে, সংসার চালাতে ৷ বাবা-মা আলাদা থাকেন ৷ তাই মা আর বড় ভাইকে নিয়েই রাকিবের সংসার ৷ কখনো ভাইয়ের সঙ্গে খুনসুটি, মায়ের সঙ্গে ঝগড়া ৷ সিনেমা চালিয়ে দিয়ে কখনো নিজেও বা রুপালি পর্দার জগতে চলে যায় সে ৷ এভাবেই চলে রাকিবের দিন ৷

পরিচালক শাহীন দিল-রিয়াজ

পুরস্কার প্রদান অনুষ্ঠানে 'রাকিব খান' ছবিটির একটা অংশ প্রদর্শন করা হয়৷ রাকিবের আদুরে কণ্ঠ, তার মান-অভিমান, চাওয়া-পাওয়া স্পষ্টত স্পর্শ করে উপস্থিত ছোট-বড় সকল দর্শকদের ৷ জার্মানির অন্যতম চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক ক্রিস্টিয়ানো গ্রেফে বললেন, ''রাকিব খান ছবিটির সবচেয়ে বড় দিক হলো এখানে পরিচালক শাহীন দিল-রিয়াজ ছবির কোনো অংশের কোনো ব্যাখা দেননি৷ বাংলাদেশের একটা গরিব পরিবার এবং সেই পরিবারের স্বার্থে একটি শিশুকে কাজ করতে দেখিয়ে কোনোভাবেই কোনো সহমর্মিতা আশা করেননি তিনি ৷ ছবিটির মধ্যে দিয়ে আমরা এমন একটি শিশুর গল্প জানতে পারি, যে সংসারের নানা সমস্যা সত্ত্বেও জার্মান বাচ্চাদের মতোই স্বপ্ন দেখে, জীবনে এগিয়ে যেতে চায়৷ তাকে দেখে তার প্রতি আমাদের কখনই করুণা হয় না, বরং তার প্রতি সম্মানে আমাদের মাথা নত হয়ে যায় ৷''

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040