হ্যালো চায়না: ১২. মুদ্রণ
2016-03-25 16:51:04 cri
|
0325china
|

উত্তর সুং রাজবংশের পি শেং নামের এক ব্যক্তি চালনীয় মুদ্রাক্ষর ছাপার পদ্ধতি আবিষ্কার করেন। তিনি প্রথমে কতগুলো পাথরের ঘনক্ষেত্র তৈরি করেন, এরপর প্রতিটি পাথরের ওপর খোদাই করেন এক একটি চীনা অক্ষর। তারপর পাথরগুলোকে আগুনে পোড়ানো হয়। এভাবে এক একটি পাথর চালনীয় মুদ্রাক্ষর তৈরি করে। বই ছাপার সময় লোহা দিয়ে এসব চারকোণা কাঠামো নিচে রেখে তার ওপর কালি লাগানো হয় এবং কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়। এভাবেই চমত্কার মুদ্রিত লেখা তৈরি হতে থাকে। মুদ্রণের মান বাড়ানোর জন্য দু'টি লোহার পাত ব্যবহার করা হয়। শব্দগুলো দিয়ে একটি সারি তৈরি করা যায়। বর্তমানের আধুনিক মুদ্রাক্ষর পদ্ধতির তুলনায় চালনীয় মুদ্রাক্ষর ছাপার পদ্ধতির দৃশ্যত পার্থক্য থাকলেও দু'টি পদ্ধতির কাজের নীতি প্রায় একই। সেজন্য মুদ্রণ শিল্পে পি সেংয়ের অবদান উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য

ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক







