1214xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা,আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটা সংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।
*****
ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা শখ সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'কথা দিয়েছো, কথা রাখবে তো', এর চীনা অনুবাদ কি মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'শুও হুয়া সুয়ান শু'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'শুও হুয়া সুয়ান শু'। তৌহিদ, আজকের ক্লাসে আমরা ঘর গুছানো সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?
খ: হুম...স্বর্ণা, চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:阿姨(āyí),洗手间(xǐshǒujiān)的(de)水龙头(shuǐlóngtóu)坏(huài)了(le),麻烦(máfan)你(nǐ)让(ràng)人(rén)修理(xiūlǐ)一下(yíxià)。
ক: আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য। মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া।
B:已经(yǐjīng)给(gěi)物业(wùyè)打电话(dǎdiànhuà)了(le)。
খ: ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য।
**********
ক: খালা, ওয়াশিং রুমে পানির কল নষ্ট হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য'। আয়া বা বুয়া, যারা যে পরিষ্কারের কাজ করে তাদের বয়স একটু বেশি হলে চীনা ভাষায় তাদের 'খালা' বলে ডাকা হয়। খালার চীনা শব্দ হলো 'আ ই'। ওয়াশিং রুম, চীনা ভাষায় বলা হয় 'শি শৌ চিয়েন'। পানির কল, চীনা ভাষায় বলা হয় 'শুই লুং থৌ'। নষ্ট হওয়া, চীনা ভাষায় বলা হয় 'হুয়াই ল্য'। খালা, ওয়াশিং রুমে পানির কল নষ্ট হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য'।
খ: খালা, ওয়াশিং রুমে পানির কল নষ্ট হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য'। 'আ ই' মানে আন্টি বা খালা। 'শি শৌ চিয়েন' মানে ওয়াশিংরুম। 'শুই লুং থৌ' মানে পানির কল। 'হুয়াই' মানে নষ্ট বা খারাপ। খালা, ওয়াশিং রুমে পানির কল নষ্ট হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য'।
ক: কষ্ট করে এটি মেরামতের জন্য মানুষকে ডাকো, চীনা ভাষায় বলা হয় 'মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া'। কষ্ট করে, চীনা ভাষায় বলা হয় 'মা ফান নি'। অন্য মানুষকে কিছু কাজ করতে অনুরোধ জানানোর সময় এটা ব্যবহার করা হয়। মেরামত করা, চীনা ভাষায় বলা হয় 'শিউ লি'। মানুষ, চীনা ভাষায় বলা হয় 'রেন'। মানুষ দিয়ে মেরামত করানো, চীনা ভাষায় বলা হয় 'রাং রেন শিউ লি'। 'ই শিয়া' মানে একটু। কষ্ট করে একে মেরামত করতে মানুষকে ডাকো, চীনা ভাষায় বলা হয় 'মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া'।
খ: কষ্ট করে এটি মেরামতের জন্য মানুষকে ডাকো, চীনা ভাষায় বলা হয় 'মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া'। 'মা ফান নি' মানে কষ্ট করে। 'রাং' মানে করানো। 'রেন' মানে মানুষ। 'শিউ লি' মানে মেরামত। 'ই শিয়া' মানে একটু। কষ্ট করে একে মেরামত করতে মানুষকে ডাকো, চীনা ভাষায় বলা হয় 'মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া'।
ক: ইতোমধ্যে প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি'কে ফোন দিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য'। ইতোমধ্যে, চীনা ভাষায় বলা হয় 'ই চিং'। প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, চীনা ভাষায় বলা হয় 'উ ইয়ে কুং সি', সংক্ষেপে 'উ ইয়ে' বলা হয়। ফোন করা, চীনা ভাষায় বলা হয় 'তা তিয়েন হুয়া'। ইতোমধ্যে প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি'কে ফোন দিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য'।
খ: ইতোমধ্যে প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি'কে ফোন দিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য'। 'ই চিং' মানে ইতোমধ্যে। 'উ ইয়ে' মানে প্রোপার্টি ম্যানেজমেন্ট কম্পানি। 'তা তিয়েন হুয়া' মানে ফোন করা। ইতোমধ্যে প্রোপার্টি ম্যানেজমেন্ট কম্পানি'কে ফোন দিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য'।
ক: ঠিক আছে। তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ আমরা আরেক বার চর্চা করি।
খ: অবশ্যই।
ক: 'আ ই', মানে খালা।
খ: 'আ ই'।
ক: 'শি শৌ চিয়েন' মানে ওয়াশিং রুম।
খ: 'শি শৌ চিয়েন'।
ক: 'শুই লুং থৌ' মানে পানির কল।
খ: 'শুই লুং থৌ'।
ক: 'হুয়াই' মানে নষ্ট।
খ: 'হুয়াই'।
ক: 'মা ফান নি' তোমাকে কষ্ট দিলাম।
খ: 'মা ফান নি'।
ক: 'রাং রেন' মানে মানুষকে দিয়ে কাজ করানো।
খ: 'রাং রেন'।
ক: 'শিউ লি' মানে মেরামত।
খ: 'শিউ লি'।
ক: 'ই চিং' মানে ইতোমধ্যে।
খ: 'ই চিং'।
ক: 'কেই' মানে দেওয়া।
খ: 'কেই'।
ক: 'উ ইয়ে' মানে প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি।
খ: 'উ ইয়ে'।
ক: 'তা তিয়েন হুয়া' মানে ফোন করা।
খ: 'তা তিয়েন হুয়া'।
******প্রধান প্রধান বাক্য
A:阿姨(āyí),洗手间(xǐshǒujiān)的(de)水龙头(shuǐlóngtóu)坏(huài)了(le),麻烦(máfan)你(nǐ)让(ràng)人(rén)修理(xiūlǐ)一下(yíxià)。
ক: আ ই, শি শৌ চিয়েন ত্য শুই লুং থৌ হুয়াই ল্য। মা ফান নি রাং রেন শিউ লি ই শিয়া।
B:已经(yǐjīng)给(gěi)物业(wùyè)打电话(dǎdiànhuà)了(le)。
খ: ই চিং কেই উ ইয়ে তা তিয়েন হুয়া ল্য।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন। প্রশ্নটি হলো: 'এটি মেরামতের জন্য মানুষকে ডাকো' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'এটি মেরামতের জন্য মানুষকে ডাকো', বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)