Web bengali.cri.cn   
পাঠ-১৭৯ ঘর ভাড়া (৩)
  2015-10-18 20:24:09  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটা সংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা ঘর ভাড়া সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'তিন থেকে চারশ' বর্গমিটার', এর চীনা অনুবাদ কি মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'সান সি পাই ফিং মি ত্য'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'সান সি পাই ফিং মি ত্য'। তৌহিদ, আজকের ক্লাসে আমরা এ সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?

খ: হুম...স্বর্ণা, চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:我(wǒ)带(dài)您(nín)看看(kànkan)房子(fángzi)吧(ba)。

ক: ওয়া তাই নিন খান খান ফাং জি পা।

B:这个(zhège)大厅(dàtīng)有(yǒu)多(duō)大(dà)?

খ: জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা।

A:两百(liǎngbǎi)平米(píngmǐ)左右(zuǒyòu)。

ক: লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ।

B:不错(búcuò),空调(kōngtiáo)、电话(diànhuà)、网(wǎng)线(xiàn)都(dōu)有(yǒu)。

খ: পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ।

**********

ক: নতুন বাসা ভাড়া করার আগে কয়েকটি পছন্দের জায়গায় গিয়ে নিজেই পছন্দ করা হয়। চীনে রিয়েল ইস্টেটের মানুষ আপনাকে সেখানে নিয়ে যায়। তারা বলবে, আপনাকে বাসা দেখাতে নিয়ে যাবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া তাই নিন খান খান ফাং জি পা'। নিয়ে যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'তাই'। আমি আপনাকে নিয়ে যাবো, চীনা ভাষায় বলা হয় 'ওয়া তাই নিন'। বাসা, চীনা ভাষায় বলা হয় 'ফাং জি'। দেখা, চীনা ভাষায় বলা হয় 'খান', 'খান খান' মানে দেখে নেওয়া। আপনাকে নিয়ে বাসা দেখতে যাবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া তাই নিন খান খান ফাং জি পা'।

খ: আপনাকে নিয়ে বাসা দেখতে যাবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া তাই নিন খান খান ফাং জি পা'। 'ওয়া' মানে আমি। 'তাই' মানে নিয়ে যাওয়া। 'নিন' মানে আপনি বা আপনাকে। 'খান' মানে দেখা, 'খান খান' মানে দেখে নেয়া। 'ফাং জি' মানে বাসা। 'পা' মানে কেমন। আপনাকে নিয়ে বাসা দেখতে যাবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া তাই নিন খান খান ফাং জি পা'।

ক: এ হলরুম কত বড়? চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা'। এ মানে 'জ্য ক্য'। হল, চীনা ভাষায় বলা হয় 'তা থিং'। কত, চীনা ভাষায় বলা হয় 'তুও'। বড়, চীনা ভাষায় বলা হয় 'তা'। কত বড়, 'তুও তা'। আছে, চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ'। এ হোল কত বড়? চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা'।

খ: এ হল কত বড়? চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা'। 'জ্য ক্য' মানে এ। 'তা থিং' মানে হল। 'ইয়ৌ' মানে কত। 'তুও তা' মানে কত বড়। এ হল কত বড়? চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা'।

ক: প্রায় দু'শ বর্গমিটার, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ'। প্রায়, চীনা ভাষায় বলা হয় 'চুও ইয়ৌ', 'চুও' মানে বাম, 'ইয়ৌ' মানে ডান। দুই, চীনা ভাষায় বলা হয় 'আর' অথবা 'লিয়াং'। শত, চীনা ভাষায় বলা হয় 'পাই'। বর্গমিটার, চীনা ভাষায় বলা হয় 'ফিং মি'। বাংলা ভাষায়, প্রায় বাক্যের সামনে বসে, কিন্তু চীনা ভাষায় প্রায় বাক্যের শেষে বসা হয়। প্রায় দু'শ বর্গমিটার, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ'।

খ: প্রায় দু'শ বর্গমিটার, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ'। 'লিয়াং' মানে দুই। 'পাই' মানে শত। 'ফিং মি' মানে বর্গমিটার। 'চুও ইয়ৌ' মানে প্রায়, 'চুও' মানে বাম, 'ইয়ৌ' মানে ডান। প্রায় দু'শ বর্গমিটার, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ'।

ক: খারাপ না, এসি, টেলিফোন আর কেবল লাইন সব আছে, চীনা ভাষায় বলা হয় 'পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ'। খারাপ না, চীনা ভাষায় বলা হয় 'পু ছুও', 'পু' মানে না, 'ছুও' মানে ভুল। এসি, চীনা ভাষায় বলা হয় 'খুং থিয়াও', 'খুং' মানে 'খুং ছি', আর্থাত আবহাওয়া। টেলিফোন, চীনা ভাষায় বলা হয় 'তিয়েন হুয়া', 'তিয়েন' মানে বিদ্যুত, 'হুয়া' মানে কথা। কেবল লাইন, চীনা ভাষায় বলা হয় 'ওয়াং শিয়েন', 'ওয়াং' মানে ইন্টারনেট, 'শিয়েন' মানে লাইন। সব আছে, চীনা ভাষায় বলা হয় 'তৌ ইয়ৌ', 'তৌ' মানে সব, 'ইয়ৌ' মানে আছে। খারাপ না, এসি, টেলিফোন আর ক্যাবল লাইন সব আছে, চীনা ভাষায় বলা হয় 'পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ'।

খ: খারাপ না, এসি, টেলিফোন আর কেবল লাইন সব আছে, চীনা ভাষায় বলা হয় 'পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ'। 'পু ছুও' মানে খারাপ না। 'খুং থিয়াও' মানে এসি। 'তিয়েন হুয়া' মানে টেলিফোন। 'ওয়াং শিয়েন' মানে কেবল লাইন। 'তৌ ইয়ৌ' মানে সব আছে। খারাপ না, এসি, টেলিফোন আর ক্যাবল লাইন সব আছে, চীনা ভাষায় বলা হয় 'পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ'।

ক: তৌহিদ, আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'তাই' মানে নিয়ে যাওয়া।

খ: 'তাই'।

ক: 'খান' মানে দেখা।

খ: 'খান'।

ক: 'ফাং জি' মানে বাসা।

খ: 'ফাং জি'।

ক: 'জ্য ক্য' মানে এ।

খ: 'জ্য ক্য'।

ক: 'তা থিং' মানে হল।

খ: 'তা থিং'।

ক: 'ইয়ৌ' মানে আছে।

খ: 'ইয়ৌ'।

ক: 'তুও তা' মানে কত বড়।

খ: 'তুও তা'।

ক: 'লিয়াং পাই' মানে দু'শ।

খ: 'লিয়াং পাই'।

ক: 'ফিং মি' মানে বর্গমিটার।

খ: 'ফিং মি'।

ক: 'চুও ইয়ৌ' মানে প্রায়।

খ: 'চুও ইয়ৌ'।

ক: 'পু ছুও' মানে খারাপ না।

খ: 'পু ছুও'।

ক: 'খুং থিয়াও' মানে এসি।

খ: 'খুং থিয়াও'।

ক: 'তিয়েন হুয়া' মানে টেলিফোন।

খ: 'তিয়েন হুয়া'।

ক: 'ওয়াং শিয়েন' মানে ক্যাবল লাইন।

খ: 'ওয়াং শিয়েন'।

ক: 'তৌ ইয়ৌ' মানে সব আছে।

খ: 'তৌ ইয়ৌ'।

******প্রধান প্রধান বাক্য

A:我(wǒ)带(dài)您(nín)看看(kànkan)房子(fángzi)吧(ba)。

ক: ওয়া তাই নিন খান খান ফাং জি পা।

B:这个(zhège)大厅(dàtīng)有(yǒu)多(duō)大(dà)?

খ: জ্য ক্য তা থিং ইয়ৌ তুও তা।

A:两百(liǎngbǎi)平米(píngmǐ)左右(zuǒyòu)。

ক: লিয়াং পাই ফিং মি চুও ইয়ৌ।

B:不错(búcuò),空调(kōngtiáo)、电话(diànhuà)、网(wǎng)线(xiàn)都(dōu)有(yǒu)。

খ: পু ছুও, খুং থিয়াও, তিয়েন হুয়া, ওয়াং শিয়েন তৌ ইয়ৌ।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'এ হল কত বড়' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'এ হল কত বড়' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn অথবা ben@cri.com.cn

ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক