Web bengali.cri.cn   
চীনের দুই অধিবেশন নিয়ে বিশেষ অনুষ্ঠান
  2015-03-15 16:48:31  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং টুটুলের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি এনামুল হক টুটুল । নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: টুটুল, আপনি জানেন এখন চলছে চীনের দুই অধিবেশন। তাই আজকের কনফুসিয়াস ক্লাসরুমে আমরা দুই অধিবেশন সম্পর্কে কিছু নতুন চীনা শব্দ ও বাক্য শেখাবো কেমন?

খ: অবশ্যই। বন্ধুরা, আসুন তাহলে, শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:"两(liǎng)会(huì)"是(shì)什(shén)么(me)意(yì)思(si)?

ক: 'লিয়াং হুই' শি শেন ম্য ই সি?

B:"两会(liǎnghuì)"是(shì)"全国 (quánguó) 人民(rénmín) 代表(dàibiǎo) 大会(dàhuì)"和(hé)"中国(zhōngguó)人民(rénmín) 政治(zhèngzhì) 协商(xiéshāng) 会议(huìyì)"的(de)简称(jiǎnchēng)。

ক: 'লিয়াং হুই' শি 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই' হ্য 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই' ত্য চিয়েন ছেং।

**********

ক: টুটুল আপনি জানেন, চীনের 'দুই অধিবেশন' মানে কি?

খ: হ্যাঁ, দুই অধিবেশন হল চীনের 'জাতীয় গণ কংগ্রেস' ও 'চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন'-এর সংক্ষিপ্ত রূপ। গণ কংগ্রেস ব্যবস্থা চীনের এক মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। জাতীয় গণ কংগ্রেস দেশের আইন প্রণয়নের অধিকার প্রয়োগ করে এবং দেশের রাজনৈতিক জীবনের বড় বড় সমস্যা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়। জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন।

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনা দেশপ্রেমিক যুক্ত ফ্রন্টের একটি সংস্থা, এই সংস্থা হলো চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের এক গুরুত্বপূর্ণ সংস্থা এবং চীনের রাজনৈতিক জীবনে সমাজতান্ত্রিক গণতন্ত্র সমুন্নত করার এক গুরুত্বপূর্ণ রূপ । এখন চীনের এ দুই অধিবেশন চলছে, তাই 'দুই অধিবেশন' চীনা ভাষায় কিভাবে বলা হয় তা আমরা শেখাবো আজকের ক্লাসে। দুই অধিবেশন মানে কি, এর চীনা ভাষা হল 'লিয়াং হুই শি শেন ম্য ই সি'। এখানে 'লিয়াং হুই' মানে দুই অধিবেশন, 'হুই' মানে অধিবেশন বা সম্মেলন। 'শি' মানে হওয়া। 'শেন ম্য' মানে কি। 'ই সি' মানে অর্থ। দুই অধিবেশন মানে কি, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং হুই শি শেন ম্য ই সি'।

খ: দুই অধিবেশন মানে কি, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং হুই শি শেন ম্য ই সি'। এখানে 'লিয়াং হুই' মানে দুই অধিবেশন, 'হুই' মানে অধিবেশন বা সম্মেলন। 'শি' মানে হওয়া। 'শেন ম্য' মানে কি। 'ই সি' মানে অর্থ। দুই অধিবেশন মানে কি, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং হুই শি শেন ম্য ই সি'।

ক: 'জাতীয় গণ কংগ্রেস' চীনা ভাষায় বলা হয় 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই'। এখানে 'ছুয়ান কুও' মানে সারা দেশ। 'রেন মিন' মানে জনগণ। 'তাই পিয়াও' মানে প্রতিনিধি। 'তা হুই' মানে বড় সম্মেলন ও অধিবেশন। 'জাতীয় গণ কংগ্রেস' চীনা ভাষায় বলা হয় 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই'।

খ: 'জাতীয় গণ কংগ্রেস' চীনা ভাষায় বলা হয় 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই'। এখানে 'ছুয়ান কুও' মানে সারা দেশ। 'রেন মিন' মানে জনগণ। 'তাই পিয়াও' মানে প্রতিনিধি। 'তা হুই' মানে বড় সম্মেলন ও অধিবেশন। 'জাতীয় গণ কংগ্রেস' চীনা ভাষায় বলা হয় 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই'।

ক: 'চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন' চীনা ভাষায় বলা হয় 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই'। এখানে 'জুং কুও' মানে চীন। 'রেন মিন' মানে জনগণ। 'জেং জি' মানে রাজনীতি। 'শিয়ে শাং' মানে পরামর্শ। 'হুই ই' মানে সম্মেলন। 'চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন' চীনা ভাষায় বলা হয় 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই'।

খ: 'চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন' চীনা ভাষায় বলা হয় 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই'। এখানে 'জুং কুও' মানে চীন। 'রেন মিন' মানে জনগণ। 'জেং জি' মানে রাজনীতি। 'শিয়ে শাং' মানে পরামর্শ। 'হুই ই' মানে সম্মেলন। 'চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন' চীনা ভাষায় বলা হয় 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই'।

ক: সংক্ষিপ্ত নাম, চীনা ভাষায় বলা হয় 'চিয়েন ছেং'। 'চিয়েন' মানে সহজ, সংক্ষিপ্ত। 'ছেং' মানে ডাকা নাম। সংক্ষিপ্ত নাম, 'চিয়েন ছেং'।

খ: 'চিয়েন ছেং' মানে সংক্ষিপ্ত নাম। 'চিয়েন' মানে সহজ, সংক্ষিপ্ত। 'ছেং' মানে ডাকা নাম। সংক্ষিপ্ত নাম, 'চিয়েন ছেং'।

ক: টুটুল, আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'লিয়াং হুই' মানে দুই অধিবেশন।

খ: 'লিয়াং হুই'।

ক: 'শি' মানে হওয়া।

খ: 'শি'।

ক: 'শেন ম্য' মানে কি।

খ: 'শেন ম্য'।

ক: 'ই সি' মানে অর্থ।

খ: 'ই সি'।

ক: 'ছুয়ান কুও' মানে সারা দেশ।

খ: 'ছুয়ান কুও'।

ক: 'রেন মিন' মানে জনগণ।

খ: 'রেন মিন'।

ক: 'তাই পিয়াও' মানে প্রতিনিধি।

খ: 'তাই পিয়াও'।

ক: 'তা হুই' মানে বড় সম্মেলন।

খ: 'তা হুই'।

ক: 'হ্য' মানে এবং।

খ: 'হ্য'।

ক: 'জুং কুও' মানে চীন।

খ: 'জুং কুও'।

ক: 'রেন মিন' মানে জনগণ।

খ: 'রেন মিন'।

ক: 'জেং জি' মানে রাজনীতি।

খ: 'জেং জি'।

ক: 'শিয়ে শাং' মানে পরামর্শ।

খ: 'শিয়ে শাং'।

ক: 'হুই ই' মানে সম্মেলন।

খ: 'হুই ই'।

ক: 'চিয়েন ছেং' মানে সংক্ষিপ্ত নাম।

খ: 'চিয়েন ছেং'।

******প্রধান প্রধান বাক্য

A:"两(liǎng)会(huì)"是(shì)什(shén)么(me)意(yì)思(si)?

ক: 'লিয়াং হুই' শি শেন ম্য ই সি?

B:"两会(liǎnghuì)"是(shì)"全国 (quánguó) 人民(rénmín) 代表(dàibiǎo) 大会(dàhuì)"和(hé)"中国(zhōngguó)人民(rénmín) 政治(zhèngzhì) 协商(xiéshāng) 会议(huìyì)"的(de)简称(jiǎnchēng)。

ক: 'লিয়াং হুই' শি 'ছুয়ান কুও রেন মিন তাই পিয়াও তা হুই' হ্য 'জুং কুও রেন মিন জেং জি শিয়ে শাং হুই ই' ত্য চিয়েন ছেং।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'দুই অধিবেশন মানে কি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'দুই অধিবেশন মানে কি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক