0223xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।
*****
ক: তৌহিদ, গত ক্লাসে আমরা, ভাষা না বুঝলে কিভাবে প্রশ্ন করা যায় সে সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'এ বাক্যটির অর্থ কি', এর চীনা অনুবাদ কি মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'জ্য চুই হুয়া শেন ম্য ই সি'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'জ্য চুই হুয়া শেন ম্য ই সি'। তৌহিদ, আমরা দুটো জায়গায় সবচেয়ে বেশি সময় কাটাই, একটা হল বাসায়, আরেকটা হল অফিসে। আজকের ক্লাস থেকে আমরা ঘরবাড়িতে ব্যবহার্য বিভিন্ন জিনিসের নাম শিখিয়ে দেবো কেমন?
খ: হুম...স্বর্ণা, এ বিষয়টি আমার জন্যও খুবই প্রয়োজনীয়। কোথা থেকে শুরু করা যায় ?
ক: আমরা রান্না ঘর থেকে শুরু করি। বন্ধুরা, আসুন তাহলে, শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:我(wǒ)想(xiǎng)买(mǎi)一(yī)个(gè)微波炉(wēibōlú)。
ক: ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু।
B:好(hǎo)啊(ā),微波炉(wēibōlú)是(shì)厨房(chúfáng)必需品(bìxūpǐn)。
খ: হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন।
**********
ক: আসলে রান্না ঘরে অনেক জিনিসের প্রয়োজন হয়। যেমন ওভেন, মাইক্রোওভেন, প্রেশার কুকার ইত্যাদি। আমি একটি মাইক্রোওয়েভ চুলা কিনতে কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু'। মাইক্রোওয়েভ, চীনা ভাষায় বলা হয় 'ওয়েই পো লু', এখানে 'ওয়েই পো' মানে মাইক্রোওয়েভ, 'লু' মানে চুলা। কেনা, চীনা ভাষায় বলা হয় 'মাই'। চাওয়া, চীনা ভাষায় বলা হয় 'শিয়াং'। আমি কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই'। একটা, চীনা ভাষায় বলা হয় 'ই ক্য'। আমি একটি মাইক্রোওয়েভ চুলা কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু'।
খ: আমি একটি মাইক্রোওয়েভ কিনতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু'। 'ওয়া' মানে আমি। 'শিয়াং' মানে চাওয়া। 'মাই' মানে কেনা, আর মনে রাখেন কেনা কিন্তু তৃতীয় টন, যদি চতুর্থ টন বলে তা বিক্রয় হয়ে যাবে। আমি কিনতে চাই, 'ওয়া শিয়াং মাই'। 'ই ক্য' মানে একটা। দুটো হলে 'লিয়াং ক্য'। 'ওয়েই পো লু' মানে মাইক্রোওয়েভ চুলা। আমি একটি মাইক্রোওয়েভ চুলা কিনতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু'।
ক: হ্যাঁ, তৌহিদ খুব ভাল টিপস দিয়েছেন, 'মাই' তৃতীয় টোন হলে তার অর্থ কেনা, আর যদি চতুর্থ টোন হয়, তাহলে বিক্রয় বোঝায়। এ দিকে একটু খেয়াল রাখবেন। 'ওয়া শিয়াং মাই' মানে আমি কিনতে চাই। তার পেছনে আপনি কিনতে চান এমন জিনিসের নাম বললেই হবে। মাইক্রোওয়েভকে চীনা ভাষায় বলা হয় 'ওয়েই পো লু'। প্রেশার কুকার কিনতে চাইলে বলতে হয়, 'ওয়া শিয়াং মাই কাও ইয়া কুও'। প্রেশার কুকার, চীনা ভাষায় বলা হয় 'কাও ইয়া কুও', 'কাও' মানে উচ্চ, 'ইয়া' মানে চাপ, 'কুও' মানে পাত্র। আমি প্রেশার কুকার কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই কাও ইয়া কুও'।
খ: আমি প্রেশার কুকার কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই কাও ইয়া কুও'। 'ওয়া শিয়াং মাই' মানে আমি কিনতে চাই। প্রেশার কুকার, চীনা ভাষায় বলা হয় 'কাও ইয়া কুও', 'কাও' মানে উচ্চ, 'ইয়া' মানে চাপ, 'কুও' মানে পাত্র, 'কাও ইয়া কুও' প্রেশার কুকার। আমি প্রেশার কুকার কিনতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং মাই কাও ইয়া কুও'।
ক: ঠিক আছে, রান্না ঘরে মাইক্রোওয়েভ খুব দরকারি জিনিস, চীনা ভাষায় বলা হয় 'হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন'। মাইক্রোওয়েভ, মাত্র শিখালাম, 'ওয়েই পো লু'। 'হাও আ' মানে ঠিক আছে। রান্নাঘর, চীনা ভাষায় বলা হয় 'ছু ফাং'। দরকারি জিনিস, চীনা ভাষায় বলা হয় 'বি শুই ফিন', 'বি শুই' মানে দরকার বা প্রয়োজনীয়, 'ফিন' মানে জিনিস, 'বি শুই ফিন' দরকারি বা প্রয়োজনীয় জিনিস। রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, 'ছু ফাং বি শুই ফিন'। ঠিক আছে, রান্না ঘরে মাইক্রোওয়েভ চুলা খুব দরকারি জিনিস, চীনা ভাষায় বলা হয় 'হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন'।
খ: ঠিক আছে, রান্না ঘরে মাইক্রোওয়েভ চুলা খুব দরকারি জিনিস, চীনা ভাষায় বলা হয় 'হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন'। 'হাও ত্য' মানে ঠিক আছে। 'ওয়েই পো লু' মানে মাইক্রোওয়েভ। 'শি' মানে হওয়া, হচ্ছে বা হলো। 'ছু ফাং' মানে রান্নাঘর। 'বি শুই ফিন' মানে সরকারি বা প্রয়োজনীয় জিনিস, 'বি শু' মানে দরকার বা প্রয়োজনীয়, 'ফিন' মানে জিনিস। ঠিক আছে, রান্না ঘরে মাইক্রোওয়েভ চুলা খুব দরকারি জিনিস, চীনা ভাষায় বলা হয় 'হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন'।
ক: তৌহিদ, আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।
খ: অবশ্যই।
ক: 'ওয়া শিয়াং মাই' মানে আমি কিনতে চাই।
খ: 'ওয়া শিয়াং মাই'।
ক: 'ই ক্য' মানে একটা।
খ: 'ই ক্য'।
ক: 'ওয়েই পো লু' মানে মাইক্রোওয়েভ চুলা।
খ: 'ওয়েই পো লু'।
ক: 'কাও ইয়া কুও' মানে প্রেশার কুকার।
খ: 'কাও ইয়া কুও'।
ক: 'হাও আ' মানে ঠিক আছে।
খ: 'হাও আ'।
ক: 'শি' মানে হওয়া।
খ: 'শি'।
ক: 'ছু ফাং' মানে রান্নাঘর।
খ: 'ছু ফাং'।
ক: 'বি শুই ফিন' মানে প্রয়োজনীয় জিনিস।
খ: 'বি শুই ফিন'।
******প্রধান প্রধান বাক্য
A:我(wǒ)想(xiǎng)买(mǎi)一(yī)个(gè)微波炉(wēibōlú)。
ক: ওয়া শিয়াং মাই ই ক্য ওয়েই পো লু।
B:好(hǎo)啊(ā),微波炉(wēibōlú)是(shì)厨房(chúfáng)必需品(bìxūpǐn)。
খ: হাও আ, ওয়েই পো লু শি ছু ফাং বি শুই ফিন।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আমি একটি মাইক্রোতরঙ্গ চুলা কিনতে চাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'আমি একটি মাইক্রোভেওন কিনতে চাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)