0119xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা,আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।
*****
ক: তৌহিদ, গত ক্লাসে আমরা মোবাইল কেনার সময় ওয়ারেন্টি সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'এ মডেলের মোবাইলের ওয়ারেন্টি কত দিনের', এর চীনা অনুবাদ কী মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'জ্য খুয়ান শৌ চি পাও শিউ ছি তুও ছাং শি চিয়েন'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'জ্য খুয়ান শৌ চি পাও শিউ ছি তুও ছাং শি চিয়েন'। আজকের ক্লাসে আমরা মোবাইল কেনা সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো,কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:这(zhè)款(kuǎn)手机(shǒujī)电池(diànchí)待机(dàijī)时间(shíjiān)多(duō)长(cháng)?
ক: জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং?
B: 如(rú)果(guǒ)经常(jīngcháng)上网(shàngwǎng)大概(dàgài) 两(liǎng)天(tiān)。
খ: রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন।
**********
ক: এ মডেলের মোবাইলের ব্যাটারি কতক্ষণ চলে? চীনা ভাষায় বলা হয় 'জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং'। এ মডেলের মোবাইল, চীনা ভাষায় বলা হয় 'জ্য খুয়ান শৌ চি'। মডেল, চীনা ভাষায় বলা হয় 'খুয়ান'। 'শৌ চি' মানে মোবাইল। ব্যাটারি, চীনা ভাষায় বলা হয় 'তিয়েন ছি'। স্ট্যান্ডবাই, চীনা ভাষায় বলা হয় 'তাই চি'। সময়, চীনা ভাষায় বলা হয় 'শি চিয়েন'। কতক্ষণ, চীনা ভাষায় বলা হয় 'তুও ছাং'। ব্যাটারি কতক্ষণ চলে, চীনা ভাষায় বলা হয় 'তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং'। এ মডেলের মোবাইলের ব্যাটারি কতক্ষণ চলে? চীনা ভাষায় বলা হয় 'জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং'।
খ: এ মডেলের মোবাইলের ব্যাটারি কতক্ষণ চলে? চীনা ভাষায় বলা হয় 'জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং'। 'জ্য খুয়ান' মানে এ মডেল। 'শৌ চি' মানে মোবাইল। 'তিয়েন ছি' মানে ব্যাটারি। 'তাই চি' মানে স্ট্যান্ডবাই। 'শি চিয়েন' মানে সময়। 'তুও ছাং' মানে কতক্ষণ। এ মডেলের মোবাইলের ব্যাটারি কত ক্ষণচলে? চীনা ভাষায় বলা হয় 'জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং'।
ক: যদি সব সময় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে প্রায় দুই দিন, চীনা ভাষায় বলা হয় 'রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন'। যদি, চীনা ভাষায় বলা হয় 'রু কুও'। সব সময়, চীনা ভাষায় বলা হয় 'চিং ছাং'। ইন্টারনেট ব্যবহার করা, চীনা ভাষায় বলা হয় 'শাং ওয়াং'। প্রায়, চীনা ভাষায় বলা হয় 'তা গাই'। দু'দিন, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং থিয়েন', 'থিয়েন' মানে দিন। যদি সব সময় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে প্রায় দুই দিন, চীনা ভাষায় বলা হয় 'রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন'।
খ: যদি সব সময় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে প্রায় দুই দিন, চীনা ভাষায় বলা হয় 'রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন'। 'রু কুও' মানে যদি। 'চিং ছাং' মানে সব সময়। 'শাং ওয়াং' মানে ইন্টারনেট ব্যবহার করা। 'তা গাই' মানে প্রায়। 'লিয়াং থিয়েন' মানে দুই দিন। যদি সব সময় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে প্রায় দুই দিন, চীনা ভাষায় বলা হয় 'রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন'।
ক: ঠিক আছে। তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।
খ: অবশ্যই।
ক: 'জ্য খুয়ান' মানে এ মডেল।
খ: 'জ্য খুয়ান'।
ক: 'শৌ চি' মানে মোবাইল।
খ: 'শৌ চি'।
ক: 'তিয়েন ছি' মানে ব্যাটারি।
খ: 'তিয়েন ছি'।
ক: 'তাই চি' মানে স্ট্যান্ডবাই।
খ: 'তাই চি'।
ক: 'শি চিয়েন' মানে সময়।
খ: 'শি চিয়েন'।
ক: 'তুও ছাং' মানে কত ক্ষণ।
খ: 'তুও ছাং'।
ক: 'রু কুও' মানে যদি।
খ: 'রু কুও'।
ক: 'চিং ছাং' মানে সব সময়।
খ: 'চিং ছাং'।
ক: 'শাং ওয়াং' মানে ইন্টারনেট ব্যবহার করা।
খ: 'শাং ওয়াং'।
ক: 'তা গাই' মানে প্রায়।
খ: 'তা গাই'।
ক: 'লিয়াং থিয়েন' মানে দুই দিন।
খ: 'লিয়াং থিয়েন'।
******প্রধান প্রধান বাক্য
A:这(zhè)款(kuǎn)手机(shǒujī)电池(diànchí)待机(dàijī)时间(shíjiān)多(duō)长(cháng)?
ক: জ্য খুয়ান শৌ চি তিয়েন ছি তাই চি শি চিয়েন তুও ছাং?
B: 如(rú)果(guǒ)经常(jīngcháng)上网(shàngwǎng)大概(dàgài) 两(liǎng)天(tiān)。
খ: রু কুও চিং ছাং শাং ওয়াং তা গাই লিয়াং থিয়েন।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'এ মডেলের মোবাইলের ব্যাটারি কতক্ষণ চলে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'এ মডেলের মোবাইলের ব্যাটারি কত ক্ষণ চলে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)