1208xuehanyu
|
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'ওয়া শি লাই মিয়ান শি ত্য'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'ওয়া শি লাই মিয়ান শি ত্য'। আজকের ক্লাসে আমরা চাকরির জন্য সাক্ষাত্কার সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো,কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:大山(dàshān),您(nín)好(hǎo)。请(qǐng) 您(nín)自我介绍(zìwǒjièshào)一下(yíxià)。
ক: তা শান, নিন হাও। ছিং নিন জি ওয়া চিয়ে শাও ই শিয়া।
B:您(nín)好(hǎo)!首先(shǒuxiān)非常(fēicháng)感谢(gǎnxiè) 您(nín)给(gěi)我(wǒ)这(zhè)次(cì)面试(miànshì)的(de)机会(jīhuì)。
খ: নিন হাও। শৌ শিয়ান, ফেই ছাং কান শিয়ে নিন কেই ওয়া জ্য ছি মিয়ান শি ত্য চি হুই।
**********
ক: তা শান, দয়া করে আপনার নিজের পরিচয় দেন,চীনা ভাষায় বলা হয় 'তা শান,ছিং নিন জি ওয়া চিয়ে শাও ই শিয়া'।দয়া করে চীনা ভাষায় বলা হয় 'ছিং'। নিজের পরিচয়, চীনা ভাষায় বলা হয় 'জি ওয়া চিয়ে শাও', 'জি ওয়া' মানে নিজের, 'চিয়ে শাও' মানে পরিচয়। 'ই শিয়া' মানে একটু। দয়া করে আপনার নিজের পরিচয় দেন,চীনা ভাষায় বলা হয় 'তা শান,ছিং নিন জি ওয়া চিয়ে শাও ই শিয়া'।
খ: 'তা শান, ছিং নিন জি ওয়া চিয়ে শাও ই শিয়া', মানে তা শান, দয়া করে আপনার নিজের পরিচয় দেন। 'ছিং' মানে দয়া করে। 'নিন' মানে আপনি। 'জি ওয়া' মানে নিজের। 'চিয়ে শাও' মানে পরিচয়। 'ই শিয়া' মানে একটু। 'তা শান, ছিং নিন জি ওয়া চিয়ে শাও ই শিয়া', মানে তা শান, দয়া করে আপনার নিজের পরিচয় দেন।
ক: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এ সাক্ষাত্কারের সুযোগ দেওয়ার জন্য, চীনা ভাষায় বলা হয় 'শৌ শিয়ান, ফেই ছাং কান শিয়ে নিন কেই ওয়া জ্য ছি মিয়ান শি ত্য চি হুই'। প্রথমে, চীনা ভাষায় বলা হয় 'শৌ শিয়ান'। 'ফেই ছাং কান শিয়ে' মানে অনেক ধন্যবাদ, 'ফেই ছাং' মানে অনেক, 'কান শিয়ে' মানে ধন্যবাদ। 'কেই' মানে দেওয়া। আমাকে দেওয়া, 'কেই ওয়া'। 'জ্য ছি' মানে এবার। 'মিয়ান শি' মানে সাক্ষাত্কার। 'চি হুই' মানে সুযোগ। সাক্ষাত্কারের সুযোগ, চীনা ভাষায় বলা হয় 'মিয়ান শি ত্য চি হুই'।
খ: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এ সাক্ষাত্কারের সুযোগ দেওয়ার জন্য, চীনা ভাষায় বলা হয় 'শৌ শিয়ান, ফেই ছাং কান শিয়ে নিন কেই ওয়া জ্য ছি মিয়ান শি ত্য চি হুই'। 'শৌ শিয়ান' মানে প্রথমে। 'ফেই ছাং' মানে খুব, অনেক। 'কান শিয়ে' মানে ধন্যবাদ, কৃতজ্ঞ। 'নিন' মানে আপনি। 'কেই' মানে দেওয়া। 'ওয়া' মানে আমি, এখানে আমাকে। 'জ্য ছি' মানে এবার। 'মিয়ান শি' মানে সাক্ষাত্কার। 'চি হুই' মানে সুযোগ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এ সাক্ষাত্কারের সুযোগ দেওয়ার জন্য, চীনা ভাষায় বলা হয় 'শৌ শিয়ান, ফেই ছাং কান শিয়ে নিন কেই ওয়া জ্য ছি মিয়ান শি ত্য চি হুই'।
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আপনাকে ধন্যবাদ জানাতে চাই এ সাক্ষাত্কারের সুযোগ দেওয়ার জন্য' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'আপনাকে ধন্যবাদ জানাতে চাই এ সাক্ষাত্কারের সুযোগ দেওয়ার জন্য' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)