Web bengali.cri.cn   
পাঠ-১৩৪ চাকরির জন্য সাক্ষাত্কার (২)
  2015-01-23 19:34:25  cri

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা চাকরি আবেদন সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'আমি আপনার কোম্পানি'র চাকরি'র জন্য আবেদন করতে চাই', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'ওয়া শিয়াং ছুই নিন ত্য কুং সি ইং ফিন'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'ওয়া শিয়াং ছুই নিন ত্য কুং সি ইং ফিন'। আজকের ক্লাস থেকে আমরা চাকরির জন্য সাক্ষাত্কার সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো,কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:您好(nínhǎo)!请问(qǐngwèn)有(yǒu)什么(shénme)需要(xūyào)帮忙(bāngmáng)的(de)吗(ma)?

ক: নিন হাও। ছিং ওয়েন, ইয়ৌ শেন ম্য শুই ইয়াও পাং মাং ত্য মা?

B:您好(nínhǎo)!我(wǒ)是(shì)来(lái)面试(miànshì)的(de)。

খ: নিন হাও। ওয়া শি লাই মিয়ান শি ত্য।

A:您(nín)叫(jiào)什么(shénme)名字(míngzì)?

ক: নিন চিয়াও শেন ম্য মিং জি?

B:我(wǒ)叫(jiào)大(dà)山(shān)。不(bù)好(hǎo)意(yì)思(si),我(wǒ)的(de)中(zhōng)文(wén)不(bù)太(tài)好(hǎo)。

খ: ওয়া চিয়াও তা শান। পু হাও ই সি, ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও।

A:请(qǐng)稍(shāo)等(děng)。

ক: ছিং শাও তেং।

**********

ক: মানুষের সঙ্গে প্রথমে দেখা হলে 'নিন হাও' বলে সম্ভাষণ জানানো হয়। 'নিন হাও' মানে হ্যালো। কিছু সাহায্য লাগবে? চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ শেন ম্য শুই ইয়াও পাং মাং ত্য মা'। 'ইয়ৌ শেন ম্য' মানে কিছু আছে কি, 'ইয়ৌ' মানে আছে, 'শেন ম্য' মানে কি। 'শুই ইয়াও' মানে দরকার। 'পাং মাং' মানে সাহায্য করা। কিছু সাহায্য লাগবে? চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ শেন ম্য শুই ইয়াও পাং মাং ত্য মা'।

খ: 'ইয়ৌ শেন ম্য শুই ইয়াও পাং মাং ত্য মা', মানে কিছু সাহায্য লাগবে? 'ইয়ৌ' মানে আছে। 'শেন ম্য' মানে কি। 'শুই ইয়াও' মানে দরকার। 'পাং মাং' মানে সাহায্য করা। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। 'ইয়ৌ শেন ম্য শুই ইয়াও পাং মাং ত্য মা', মানে কিছু সাহায্য লাগবে?

ক: হ্যালো, আমি সাক্ষাত্কারের জন্য এসেছি, চীনা ভাষায় বলা হয় 'নিন হাও, ওয়া শি লাই মিয়ান শি ত্য'। সাক্ষাত্কার, চীনা ভাষায় বলা হয় 'মিয়ান শি'। 'লাই' মানে আসা। আমি সাক্ষাত্কারের জন্য এসেছি, 'ওয়া শি লাই মিয়ান শি ত্য'।

খ: 'ওয়া শি লাই মিয়ান শি ত্য', আমি সাক্ষাত্কারের জন্য এসেছি। 'ওয়া' মানে আমি। 'শি' মানে হই। 'লাই' মানে আসা। 'মিয়ান শি' মানে সাক্ষাত্কার।

ক: আপনার নাম কি? চীনা ভাষায় বলা হয় 'নিন চিয়াও শেন ম্য মিং জি'। 'নিন' মানে আপনি। 'চিয়াও' মানে ডাকা। 'শেন ম্য' মানে কি। 'মিং জি' মানে নাম। আপনার নাম কি? চীনা ভাষায় বলা হয় 'নিন চিয়াও শেন ম্য মিং জি'।

খ: 'নিন চিয়াও শেন ম্য মিং জি' মানে আপনার নাম কি। 'নিন' মানে আপনি। 'চিয়াও' মানে ডাকা। 'শেন ম্য' মানে কি। 'মিং জি' মানে নাম। 'নিন চিয়াও শেন ম্য মিং জি' মানে আপনার নাম কি।

ক: আমার নাম তা শান, চীনা ভাষায় বলা হয় 'ওয়া চিয়াও তা শান'।

খ: আমার নাম তা শান, 'ওয়া চিয়াও তা শান'।

ক: খুব দুঃখিত, আমার চীনা ভাষা ভাল নয়, চীনা ভাষায় বলা হয় 'পু হাও ই সি,ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও'। 'পু হাও ই সি' মানে খুব দুঃখিত, বা লজ্জিত। চীনা ভাষা, 'জুং ওয়েন'। আমার চীনা ভাষা, 'ওয়া ত্য জুং ওয়েন'। খুব ভাল নয়, চীনা ভাষায় বলা হয় 'পু থাই হাও'। 'থাই' মানে খুব। 'পু' মানে না। 'হাও'মানে ভাল। খুব দুঃখিত, আমার চীনা ভাষা ভাল নয়, চীনা ভাষায় বলা হয় 'পু হাও ই সি,ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও'।

খ: 'পু হাও ই সি,ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও', খুব দুঃখিত, আমার চীনা ভাষা ভাল নয়। 'পু হাও ই সি' মানে খুব দুঃখিত, বা লজ্জিত। 'ওয়া ত্য' মানে আমার। 'জুং ওয়েন'মানে চীনা ভাষা। 'পু' মানে না। 'থাই' মানে খুব। 'হাও'মানে ভাল। 'পু হাও ই সি,ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও', খুব দুঃখিত, আমার চীনা ভাষা ভাল নয়।

ক: একটু দাঁড়ান, প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'ছিং শাও তেং'। 'ছিং' মানে দয়া করে। 'শাও' মানে একটু। 'তেং' মানে অপেক্ষা করা। একটু দাঁড়ান, প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'ছিং শাও তেং'।

খ: 'ছিং শাও তেং' মানে একটু দাঁড়ান প্লিজ। 'ছিং' মানে দয়া করে, প্লিজ। 'শাও' মানে একটু। 'তেং' মানে অপেক্ষা করা। 'ছিং শাও তেং' মানে একটু দাঁড়ান প্লিজ।

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আমি সাক্ষাত্কারের জন্য এসেছি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমি সাক্ষাত্কারের জন্য এসেছি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেয়া হবে শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক