Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনে নয় কাজ না করলে ভাল (১)
  2015-01-09 18:29:11  cri

প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'স্বর্ণার সাথে শিখুন' আসর। আজকের এ আসরে আপনাদের জানাবো চীনের সংস্কতি'র কিছু দিক। সব সমাজের মধ্যে কিছু রীতিনীতি আছে, সেগুলো লংঘন না করলে ভাল হয়। আজকের আসরে 'না করলে ভাল' এমন নয়টি কাজের মধ্যে তিনটির কথা জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

১. জনসমাগমের স্থানে মেজাজ গরম করবেন না

জনসমাগমের জায়গায় মেজাজ গরম করে চিত্কার করলে আশেপাশের চীনা মানুষ খুব অস্থির হয়। বিশেষ করে বিদেশি মানুষ তা করলে। জনসমাগমের জায়গায় কোন বিদেশি বন্ধুর মেজাজ খারাপ হলে, তারা খুব লজ্জিত হবে। তাই জনসমাগমের জায়গায় মেজাজ গরম না করাই ভালো। এ রকম অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করাই উচিত। কোন সমস্যা হলে আলাদাভাবে কথা বলা সবার জন্যই ভালো। চীনা মানুষ বন্ধুত্বপূর্ণ পরিবেশ পছন্দ করে, বিশেষ করে অনেক মানুষের সমাবেশে। তাই কোন বিতর্ক হলে আলাদাভাবে সমাধান করা ভাল।

২. অহংকার প্রকাশ না করা

মানুষের একটি বড় গুণ হলো বিনয়। চীনারা বিনয়ী মানুষকে অনেক পছন্দ করে। আপনি নিশ্চয় দেখেছেন, কোন চীনা মানুষের প্রশংসা করলে তারা বলে 'না, না, কিছু না' বা 'আপনি অনেক প্রশংসা করছেন।' তাই কোন চীনা মানুষ আপনার চীনা ভাষার প্রশংসা করলে উত্তরে আপনি বলতে পারেন, 'মা মা হু হু' বা 'নালি নালি', মানে 'কই, না তো'। বিনয়ী মানুষকে চীনারা খুব পছন্দ করে এবং সত্যি সত্যিই মন থেকে তাকে স্বীকৃতি দেয়। তাই চীনা মানুষের সামনে নিজের সাফল্য নিয়ে অহংকার না করাই ভাল।

৩. অল্প পরিচিত মানুষকে পুরো নামে না ডাকা

চীনা মানুষের নামের মধ্যে পারিবারিক পদবি আছে এবং নিজের নামও আছে। অল্প পরিচিত মানুষের সঙ্গে কথা বলার সময় তার পারিবারিক পদবির সঙ্গে 'শিয়ান শেং'-সাহেব অথবা 'নুই শি'-ম্যদাম যোগ করা উচিত যা তার পুরো নাম ধরে ডাকার চেয়ে ভালো। অনেক দিনের পরিচিত হলে তার নাম ধরে ডাকতে পারেন।

শ্রোতাবন্ধুরা, এটিই হল চীনা মানুষের সঙ্গে চলাফেলা করার কিছু টিপস। আশা করি আপনার কাজে লাগবে। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এ পর্যন্তই। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান।

(ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক