1117xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।
*****
ক: তৌহিদ, গত ক্লাসে আমরা সময় সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আরো শিখিয়েছি, 'আমি আরো অর্ধেক বছর থাকবো বলে ভাবছি', এর চীনা ভাষা। তৌহিদ, বাক্যটির চীনা ভাষা মনে আছে কি?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'হাই তা সুয়ান তাই পান নিয়ান'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'হাই তা সুয়ান তাই পান নিয়ান'। আজকের ক্লাসে আমরা সময় সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:从(cóng)北京(běijīng)去(qù)昆明(kūnmíng)大概(dàgài)多(duō)长(cháng)时间(shíjiān)?
ক: ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান?
B:坐飞机(zuòfēijī)三个小时(sāngèxiǎoshí),坐(zuò)火车(huǒchē)三十多个小时(sānshíduōgèxiǎoshí)。
খ: জুও ফেই চি সান ক্য শিয়াও শি, জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি।
**********
ক: পেইচিং থেকে খুন মিং যেতে কত সময় লাগবে? চীনা ভাষায় বলা হয় 'ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান'। থেকে, চীনা ভাষায় বলা হয় 'ছং'। পেইচিং থেকে খুন মিং যেতে, 'ছং পেইচিং ছুই খুন মিং'। 'ছুই' মানে যাওয়া। কত সময় লাগতে পারে, চীনা ভাষায় বলা হয় 'তা কাই তুও ছাং শি চিয়ান'। 'তা কাই' মানে সম্ভবত। 'তুও ছাং শি চিয়ান' মানে কত সময়। পেইচিং থেকে খুন মিং যেতে কত সময় লাগতে পারে? চীনা ভাষায় বলা হয় 'ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান'।
খ: 'ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান', পেইচিং থেকে খুন মিং যেতে কত সময় লাগতে পারে। 'ছং' মানে থেকে। 'ছুই' মানে যাওয়া। 'তা কাই' মানে সম্ভবত। 'তুও ছাং শি চিয়ান' মানে কত সময়। 'ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান', পেইচিং থেকে খুন মিং যেতে কত সময় লাগে। আচ্ছা, স্বর্ণা, যদি জানতে চাই, পেইচিং থেকে সাংহাই যেতে কত সময় লাগবে, তাহলে কিভাবে বলতে হবে?
ক: তাহলে বলতে পারেন, 'ছং পেইচিং ছুই সাংহাই তা কাই তুও ছাং শি চিয়ান'। 'ছং পেইচিং ছুই সাংহাই' মানে পেইচিং থেকে সাংহাই। 'তা কাই তুও ছাং শি চিয়ান' মানে কত সময় লাগতে পারে।
খ: আচ্ছা, 'ছং পেইচিং ছুই সাংহাই তা কাই তুও ছাং শি চিয়ান'। 'ছং পেইচিং ছুই সাংহাই' মানে পেইচিং থেকে সাংহাই। 'তা কাই তুও ছাং শি চিয়ান' মানে কত সময় লাগতে পারে।
ক: বিমানে তিন ঘণ্টা লাগে, চীনা ভাষায় বলা হয় 'জুও ফেই চি সান ক্য শিয়াও শি'। 'জুও ফেই চি' মানে বিমানে। 'জুও' মানে বসা। 'ফেই চি' মানে বিমান। তিন ঘণ্টা, চীনা ভাষায় বলা হয় 'সান ক্য শিয়াও শি'। 'শিয়াও শি' মানে ঘণ্টা। বিমানে তিন ঘন্টা লাগে, চীনা ভাষায় বলা হয় 'জুও ফেই চি সান ক্য শিয়াও শি'।
খ: 'জুও ফেই চি সান ক্য শিয়াও শি', বিমানে তিন ঘণ্টা লাগে। 'জুও' মানে বসা। 'ফেই চি' মানে বিমান। 'সান ক্য শিয়াও শি' মানে তিন ঘণ্টা। 'জুও ফেই চি সান ক্য শিয়াও শি', বিমানে তিন ঘণ্টা লাগে।
ক: ট্রেনে ত্রিশ ঘণ্টারও বেশি সময় লাগে, চীনা ভাষায় বলা হয় 'জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি'। ট্রেন, চীনা ভাষায় বলা হয় 'হুও ছ্য'। ট্রেনে, চীনা ভাষায় বলা হয় 'জুও হুও ছ্য'। ত্রিশ ঘণ্টারও বেশি সময়, চীনা ভাষায় বলা হয় 'সান শি তুও ক্য শিয়াও শি'। 'তুও' মানে বেশি, 'সান শি তুও' মানে ত্রিশেরও বেশি। 'শিয়াও শি' মানে ঘণ্টা। ট্রেনে ত্রিশ ঘণ্টারও বেশি সময় লাগে, চীনা ভাষায় বলা হয় 'জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি'।
খ: 'জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি', মানে ট্রেনে ত্রিশ ঘণ্টারও বেশি সময় লাগে। 'জুও' মানে বসা। 'হুও ছ্য' মানে ট্রেন। 'সান শি' মানে ত্রিশ। 'তুও' মানে বেশি। 'শিয়াও শি' মানে ঘণ্টা। 'জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি', মানে ট্রেনে ত্রিশ ঘণ্টারও বেশি সময় লাগে।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন। তৌহিদ, তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ আমরা আরেক বার চর্চা করি?
খ: অবশ্যই।
ক: 'ছং' মানে থেকে।
খ: 'ছং'।
ক: 'ছুই' মানে যাওয়া।
খ: 'ছুই'।
ক: 'তা কাই' মানে সম্ভবত।
খ: 'তা কাই'।
ক: 'তুও ছাং শি চিয়ান' মানে কত সময়।
খ: 'তুও ছাং শি চিয়ান' ।
ক: 'জুও' মানে বসা।
খ: 'জুও'।
ক: 'ফেই চি' মানে বিমান।
খ: 'ফেই চি'।
ক: 'হুও ছ্য' মানে ট্রেন।
খ: 'হুও ছ্য'।
ক: 'সান' মানে তিন।
খ: 'সান'।
ক: 'শিয়াও শি' মানে ঘণ্টা।
খ: 'শিয়াও শি'।
ক: 'সান শি' মানে ত্রিশ।
খ: 'সান শি'।
ক: 'তুও' মানে বেশি।
খ: 'তুও'।
******প্রধান প্রধান বাক্য
A:从(cóng)北京(běijīng)去(qù)昆明(kūnmíng)大概(dàgài)多(duō)长(cháng)时间(shíjiān)?
ক: ছং পেইচিং ছুই খুন মিং তা কাই তুও ছাং শি চিয়ান?
B:坐飞机(zuòfēijī)三个小时(sāngèxiǎoshí),坐(zuò)火车(huǒchē)三十多个小时(sānshíduōgèxiǎoshí)。
খ: জুও ফেই চি সান ক্য শিয়াও শি, জুও হুও ছ্য সান শি তুও ক্য শিয়াও শি।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'পেইচিং থেকে খুনমিং যেতে কত সময় লাগতে পারে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'পেইচিং থেকে খুনমিং যেতে কত সময় লাগতে পারে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)